নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মাদক মামলায় আসাদুজ্জামান বাপ্পী (৪০) নামের এক মাইক্রোবাসচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় এক যুগ আগের একটি মাদক মামলায় আজ সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত ব্যক্তি কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নোমান চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত এই রায় দেন। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুরোনো রেলওয়ে স্টেশনসংলগ্ন জায়গায় একটি মাইক্রোবাস থেকে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। এর আগে মাইক্রোবাস থেকে নেমে পালানোর সময় আসাদুজ্জামান বাপ্পীকে আটক করা হয়। পরে তাঁর দেখানোমতে মাইক্রোবাস থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়। ওই ঘটনায় র্যাব-৭-এর তৎকালীন ডিএডি কাজী মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় গ্রেপ্তারের পর আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।
চট্টগ্রামে মাদক মামলায় আসাদুজ্জামান বাপ্পী (৪০) নামের এক মাইক্রোবাসচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় এক যুগ আগের একটি মাদক মামলায় আজ সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত ব্যক্তি কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নোমান চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারায় আদালত এই রায় দেন। রায়ে যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুরোনো রেলওয়ে স্টেশনসংলগ্ন জায়গায় একটি মাইক্রোবাস থেকে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। এর আগে মাইক্রোবাস থেকে নেমে পালানোর সময় আসাদুজ্জামান বাপ্পীকে আটক করা হয়। পরে তাঁর দেখানোমতে মাইক্রোবাস থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়। ওই ঘটনায় র্যাব-৭-এর তৎকালীন ডিএডি কাজী মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় গ্রেপ্তারের পর আসামি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।
রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট (নিরাপদে দেশ ছাড়া) দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিসহ ৪ দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।
৬ মিনিট আগেনেত্রকোনা সদরের দক্ষিণ মদনপুর এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মদনপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষতচিহ্ন রয়
৯ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা ৮০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে সিলেট বিজিবি ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব জব্দ করে।
১৭ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের মামলায় দুই ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে