Ajker Patrika

সরাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সরাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মো. খলিল মিয়া (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শাহজাদাপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। খলিল মিয়া পাশের নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম (চটিপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের দুর্গা মন্দিরে ঢুকে এক যুবক পাঁচ-ছয়টি প্রতিমা ভেঙে দৌড়ে পালিয়ে যান। পরে মন্দিরের সিসি টিভির ফুটেজ দেখে রাত ১০টার দিকে ওই যুবককে আটক করে সরাইল থানা-পুলিশ।

দুর্গা মন্দিরের সভাপতি জগদীশ দাস বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ চলে গেলে হঠাৎ মন্দিরে ঢুকে এক যুবক প্রতিমা ভাঙতে শুরু করে। লোকজন কিছু বুঝে ওঠার আগেই তিনি পালিয়ে যান। এ ঘটনায় আমাদের সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত