শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন সাময়িক নিষিদ্ধ। আজ প্রশাসনের অনুমতি না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।
বেলা ২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে, অথচ এ জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়েছি এবং খুব শিগগির এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গত ২৫ এপ্রিল শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
অপর দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির জন্য প্রশাসনের কোনো অনুমতি নিইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদ—একটি নৈতিক অবস্থান থেকে করা কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের প্রতি স্পষ্ট অবজ্ঞা হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন সাময়িক নিষিদ্ধ। আজ প্রশাসনের অনুমতি না নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাম্য হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।
বেলা ২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদল প্রশাসনের অনুমতি ছাড়াই একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আজও তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করেছে, অথচ এ জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরে জানিয়েছি এবং খুব শিগগির এ নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গত ২৫ এপ্রিল শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান ও সাধারণ সম্পাদক নাঈম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, ‘প্রক্টর স্যার বর্তমানে অসুস্থ থাকায় আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
অপর দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির জন্য প্রশাসনের কোনো অনুমতি নিইনি। এটি ছিল আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদ—একটি নৈতিক অবস্থান থেকে করা কর্মসূচি। জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।’
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
১ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৩ ঘণ্টা আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
৩ ঘণ্টা আগে