Ajker Patrika

কারখানার কাজ শেষে বাড়ি ফেরা হলো না প্রিয়ার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪: ২১
কারখানার কাজ শেষে বাড়ি ফেরা হলো না প্রিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তা পারাপারের সময় ট্রাকের নিচে চাপা পড়ে প্রিয়া রানী ঋষি (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং এলাকার শুভ রঞ্জন ঋষির মেয়ে। তারা কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পৌর সদরের রেলস্টেশন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

হাইওয়ে পুলিশ জানায়, রাতে মা-বাবার সঙ্গে কারখানার কাজ শেষে বাড়ি ফিরছিল প্রিয়া। পৌর সদরের বাইপাস এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী ট্রাকের নিচে চাপা পড়ে সে। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, প্রিয়া মা-বাবার সঙ্গে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে জুতা তৈরি কারখানায় শ্রমিকের কাজ করত। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত