হিমেল চাকমা, রাঙামাটি
এবারের ঈদের বন্ধে রাঙামাটিতে তুলনামূলক কম পর্যটক এসেছে। পর্যটনকেন্দ্রগুলো ছিল অনেকটাই ফাঁকা। শহরের পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, আরণ্যকসহ গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে। গতকাল শুক্রবার বিকেলে কিছু পর্যটক চোখে পড়লেও অধিকাংশই স্থানীয়।
তবে বেড়াতে আসা পর্যটকেরা রাঙামাটির সৌন্দর্য দেখে হতাশ হননি। অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি চমৎকার ব্যবস্থাপনা দেখে খুশি তারা।
মো. ইমরান হোসেন (৩০) নামের একজন পর্যটক বলেন, ‘আসলে রাঙামাটির এই সময়ের প্রকৃতি অপূর্ব। চারদিকে সবুজ পাহাড়। নাতিশীতোষ্ণ আবহাওয়া। প্রাকৃতিক ঝরনাগুলোয় অবিরাম পানির ধারা, সবকিছু মিলে আমরা খুব এনজয় করছি।’
পর্যটন করপোরেশনসহ বিভিন্ন বেসরকারি আবাসিক হোটেল-মোটেল সূত্র জানিয়েছে, বিগত বছরগুলোতে হোটেলের কক্ষগুলো শতভাগ বুকিং হলেও এ বছর তা হয়নি। অর্ধেকের বেশি কক্ষ এবার বুকিং হয়নি।
শহরের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র পলওয়েল পার্কের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ‘আমরা আশা করেছিলাম এবার ঈদের বন্ধে প্রচুর পর্যটক আসবে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসেনি। আশা করছি আরও দু-একদিন পর পর্যটক আসবে।’
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মোটেলের ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। বিগত সময়গুলোতে শতভাগ হলেও এবার হয়নি।’
তবে পর্যটকদের নিরাপত্তা দিতে কোনো ঘাটতি রাখেনি জেলা পুলিশ। সব পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা আছে বলে জানিয়েছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।
এবারের ঈদের বন্ধে রাঙামাটিতে তুলনামূলক কম পর্যটক এসেছে। পর্যটনকেন্দ্রগুলো ছিল অনেকটাই ফাঁকা। শহরের পলওয়েল পার্ক, ঝুলন্ত সেতু, আরণ্যকসহ গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে। গতকাল শুক্রবার বিকেলে কিছু পর্যটক চোখে পড়লেও অধিকাংশই স্থানীয়।
তবে বেড়াতে আসা পর্যটকেরা রাঙামাটির সৌন্দর্য দেখে হতাশ হননি। অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি চমৎকার ব্যবস্থাপনা দেখে খুশি তারা।
মো. ইমরান হোসেন (৩০) নামের একজন পর্যটক বলেন, ‘আসলে রাঙামাটির এই সময়ের প্রকৃতি অপূর্ব। চারদিকে সবুজ পাহাড়। নাতিশীতোষ্ণ আবহাওয়া। প্রাকৃতিক ঝরনাগুলোয় অবিরাম পানির ধারা, সবকিছু মিলে আমরা খুব এনজয় করছি।’
পর্যটন করপোরেশনসহ বিভিন্ন বেসরকারি আবাসিক হোটেল-মোটেল সূত্র জানিয়েছে, বিগত বছরগুলোতে হোটেলের কক্ষগুলো শতভাগ বুকিং হলেও এ বছর তা হয়নি। অর্ধেকের বেশি কক্ষ এবার বুকিং হয়নি।
শহরের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র পলওয়েল পার্কের ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ‘আমরা আশা করেছিলাম এবার ঈদের বন্ধে প্রচুর পর্যটক আসবে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসেনি। আশা করছি আরও দু-একদিন পর পর্যটক আসবে।’
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মোটেলের ৬০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। বিগত সময়গুলোতে শতভাগ হলেও এবার হয়নি।’
তবে পর্যটকদের নিরাপত্তা দিতে কোনো ঘাটতি রাখেনি জেলা পুলিশ। সব পর্যটনকেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা আছে বলে জানিয়েছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে