Ajker Patrika

মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে বাবার মামলা, আদালতের নির্দেশে গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৭: ৪৫
মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে বাবার মামলা, আদালতের নির্দেশে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলে নাদিম মিয়ার (৩০) অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হন তাঁর বাবা রেনু মিয়া (৬৫)। আজ রোববার দুপুরে আদালতের নির্দেশে নাদিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকায়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নাদিম গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। আদালতের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নাদিমের বাবা রেনু মিয়া বলেন, ‘ছেলের অত্যাচার আর নির্যাতন সহ্য করতে না পেরে পুরো রমজান মাস স্ত্রীকে নিয়ে কেউ বাড়িতে থাকতে পারি নাই। এ সময় অন্যের বাড়ি বাড়ি গিয়েও রাতে থাকতে হয়েছে। এমনকি কয়েকবার আমাকে সে হত্যার চেষ্টা করেছে। এলাকায় কয়েক দিন পর পর ঝামেলা সৃষ্টি করে বেড়ায় সে। মাদকাসক্ত এই ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে আদালতে মামলা করি। পরে পুলিশ ছেলেকে গ্রেপ্তার করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত