Ajker Patrika

কক্সবাজারে রিসোর্ট থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে রিসোর্ট থেকে নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকার একটি আবাসিক রিসোর্ট থেকে পেছনে হাত মোড়ানো অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলাতলী এলাকায় নির্জন রিসোর্ট থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে কথিত স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পলাতক রয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। 

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম রিসোর্ট কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানান, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বৃহস্পতিবার ভোরে রিসোর্টের কক্ষ ভাড়া নেন তারা। কিন্তু ওই নারী ও কথিত স্বামীর নাম এবং ঠিকানা নিবন্ধন খাতায় নথিভুক্ত করেনি হোটেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১২টায় ৬ নম্বর কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর আনুমানিক বয়স ২৫-২৬ বছর। 

এসআই আতিকুল ইসলাম জানান, হোটেলটিতে সিসিটিভি ক্যামেরাও নেই। নারীর দু’হাত পেছনে ওড়না দিয়ে মুড়িয়ে রেখে হোটেল কক্ষের খাটে শোয়ানো অবস্থায় পাওয়া যায়। হোটেল কক্ষটির দরজা বাইরে থেকে খোলা অবস্থায় পাওয়া যায়। শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার কারণ জানা যাবে। 

রিসোর্টের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ‘বৃহস্পতিবার ভোরে দম্পতি পরিচয়ে তাঁরা রিসোর্টের ৬ নং কক্ষ ভাড়া নেন। রাত হয়ে যাওয়ায় হোটেলের নিবন্ধন খাতায় তাঁদের নাম ও পরিচয় নথিভুক্ত করা সম্ভব হয়নি।’ 

আব্দুল আলীম আরও বলেন, ‘আমি ভোরে ফজরের নামাজ পড়ে এসে দেখি তাঁদের কক্ষের দরজা বাইরে থেকে তালা খোলা। পরে দরজা খুলে নারীকে হাত মোড়ানো অবস্থায় খাটে শোয়া দেখে থানা-পুলিশকে অবহিত করি।’ 

কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) চৌধুরী মিজানুজ্জামান জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। কী কারণে, কেন হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত