Ajker Patrika

নিখোঁজের এক দিন পর তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ০৭
নিখোঁজের এক দিন পর তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদী থেকে শহিদ মিয়া (৬২) নামের ওই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদ মিয়া অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তাঁর চার মেয়ে ও তিন ছেলে রয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন শহিদ মিয়া। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ ভাসতে দেখেন যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সরাইল থানার পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তাঁর বাবার লাশ শনাক্ত করেন।

শহিদ মিয়ার মেয়েজামাই কিতাব আলী মাস্টার বলেন, ‘কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে রোববার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ বেলা ১১টায় তিতাস নদীতে তাঁর লাশ পাওয়া যায়।’

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত