Ajker Patrika

নিখোঁজের এক দিন পর তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৫: ০৭
নিখোঁজের এক দিন পর তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদী থেকে শহিদ মিয়া (৬২) নামের ওই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদ মিয়া অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তাঁর চার মেয়ে ও তিন ছেলে রয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন শহিদ মিয়া। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ ভাসতে দেখেন যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সরাইল থানার পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তাঁর বাবার লাশ শনাক্ত করেন।

শহিদ মিয়ার মেয়েজামাই কিতাব আলী মাস্টার বলেন, ‘কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে রোববার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ বেলা ১১টায় তিতাস নদীতে তাঁর লাশ পাওয়া যায়।’

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত