কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল। গতকাল বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে বেড়াতে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
গতকাল থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত হালকা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া কার্যালয়।
ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় কক্সবাজারের জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা হয়েছে।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সম্পর্কে জনগণকে সতর্ক করতে প্রচার অব্যাহত রয়েছে। সব আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, মোমবাতি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত আছে। সাগরে মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলে নিরাপদ স্থানে সরে আসতে বলা হয়েছে।
কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, ‘অব্যাহত বৃষ্টিপাতে পাহাড়ধসের আশঙ্কা থাকায় বৃহস্পতিবার রাত থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক।
জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বুধবার ৩টি জাহাজে করে ৫১৯ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যায়। এর মধ্যে দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই আটকে পড়া পর্যটকেরা ফিরতে পারবেন।
এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে যেন কেউ নামতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে আছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। বৈরী আবহাওয়ার সময় সব বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কক্সবাজারে সাগর উত্তাল। গতকাল বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে বেড়াতে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
গতকাল থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত হালকা, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া কার্যালয়।
ঘূর্ণিঝড়-পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় কক্সবাজারের জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা হয়েছে।
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সম্পর্কে জনগণকে সতর্ক করতে প্রচার অব্যাহত রয়েছে। সব আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, মোমবাতি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত আছে। সাগরে মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলে নিরাপদ স্থানে সরে আসতে বলা হয়েছে।
কক্সবাজার পৌরসভার মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, ‘অব্যাহত বৃষ্টিপাতে পাহাড়ধসের আশঙ্কা থাকায় বৃহস্পতিবার রাত থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক।
জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বুধবার ৩টি জাহাজে করে ৫১৯ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যায়। এর মধ্যে দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই আটকে পড়া পর্যটকেরা ফিরতে পারবেন।
এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে যেন কেউ নামতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে আছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। বৈরী আবহাওয়ার সময় সব বিনোদনকেন্দ্র বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে