Ajker Patrika

রাঙামাটির শ্রমিক লীগ নেতার লাশ চট্টগ্রামে উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২২: ১২
রাঙামাটির শ্রমিক লীগ নেতার লাশ চট্টগ্রামে উদ্ধার

চট্টগ্রামের রাউজান থেকে রাঙামাটির এক শ্রমিক লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বুধবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবদুল মান্নান (৩৫), তিনি পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী বেতবুনিয়া ইউনিয়নের নতুন বস্তি এলাকার কবির আহমেদের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগের কাউখালী বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতবুনিয়া থেকে তাঁকে রাউজান এনে পিটুনি দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন নিহতের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দিলে স্ত্রী–স্বজনেরা গিয়ে লাশ উদ্ধার করে। পরে গহিরা জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মান্নান বালি ও কংক্রিটের ব্যবসা করতেন। এলাকায় বিভিন্ন মানুষের সঙ্গে তাঁর রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। মৃত্যুর অন্তত ১৩ ঘণ্টা আগে আবদুল মান্নান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভুলা যাবে না। কারণ, ক্ষত শুকিয়ে গেলেও দাগ কিন্তু মুছে যায় না।’

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের কোনো তথ্য আমরা এখনো পায়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত