Ajker Patrika

রাজ ধনেশ পাচারের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
রাজ ধনেশ পাচারের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশে বিরল প্রজাতির রাজ ধনেশ পাখি পাচারের দায়ে এক ব্যক্তিকে চার মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল রোববার মধ্যরাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পাবনা জেলার বেড়া উপজেলার সিংহাসন গ্রামের মৃত ফজিআর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪৭)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মধ্য রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকা থেকে দুটি বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় রাজ ধনেশ পাখি উদ্ধার করা হয়। পাচারের কাজে সম্পৃক্ত থাকায় মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযানে ছিলেন সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেছেন, ‘রাজ ধনেশ পাখি আমাদের দেশে প্রায় বিলুপ্তের পথে। পাখিগুলো পাচারের উদ্দেশ্যে পরিবহন করায় অভিযুক্ত ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত