Ajker Patrika

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ভাঙচুর চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ভাঙচুর চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও পরিবহনশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তাঁরা টোলঘর ভাঙচুর করেন। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুর সেতুর ওপর ও বাগাদি সড়ক মোড়ে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধে করে দেওয়া হয়। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সিএনজিচালিত অটোরিকশার চালক রিয়াদ বলেন, ‘সকালে খালি সিএনজি নিয়ে যাওয়ার সময় আমার কাছে টোল চাওয়া হয়। আমি টোল দেব না বললে আমাকে মারধর করেন শ্রমিকেরা। তাঁরা অবৈধভাবে আর কত দিন টোল নেবেন।’

চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মারুফ হোসেন বলেন, এই সেতুতে টোল আদায়ে নতুন করে তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। অর্থের পরিমাণ ৯ কোটি টাকার বেশি। কিন্তু যানবাহনের চালকেরা টোল আদায় বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। অনেক আগে সাবেক সংসদ সদস্য প্রয়াত শামছুল হক ভূঁইয়া টোল বন্ধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত