Ajker Patrika

মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে সৈকতে নারী ও শিশু আলাদা জোন বাতিল

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২২: ৫২
মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে সৈকতে নারী ও শিশু আলাদা জোন বাতিল

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নারী ও শিশুদের সুরক্ষায় আলাদা জোন করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। উদ্বোধনের ১০ ঘণ্টা পরই এমন সিদ্ধান্ত এল। আজ বুধবার রাত ১০টায় এ জোন বাতিলের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. আবু সুফিয়ান।

এর আগে আজ বুধবার দুপুর ১২টায় সৈকতের লাবণী পয়েন্টে ৬০০ ফুট দীর্ঘ ওই জোন উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ। 

মামুনুর রশীদ জানান, জেলা প্রশাসন পর্যটকদের মতামতের ওপর সব সময় শ্রদ্ধাশীল। বিভিন্ন সময়ে পর্যটকদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন নারী ও শিশু পর্যটকদের জন্য একটি এক্সক্লুসিভ জোন থাকলে ভালো হয়। সে বিবেচনায় বিচ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তের আলোকে একটি পৃথক এলাকা চিহ্নিত করে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন করার উদ্যোগ নেয়। এক্সক্লুসিভ জোনে যাদের ইচ্ছা হবে যাবে, অন্য পর্যটকেরা তাদের ইচ্ছামতো ঘুরবেন। এ সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। প্রচারিত সংবাদের প্রতিক্রিয়া পর্যালোচনায় বিষয়টি নিয়ে বিরূপ মতামত পাওয়া গেছে। পর্যটকদের মতামতের ওপর শ্রদ্ধা রেখে নারী ও শিশুদের জন্য এক্সক্লুসিভ জোন চালু রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো। 

এর আগে আজ বুধবার দুপুরে লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায়, সংরক্ষিত এলাকাটি চতুর্দিকে পতাকা পুঁতে দেওয়া হয়েছে। সেখানে দায়িত্ব পালন করছেন টুরিস্ট পুলিশের কয়েকজন নারী সদস্য। তাঁরা নতুন এই জোন সম্পর্কে মাইকিং করে পর্যটকদের বিষয়টি অবগত করছেন। 

প্রসঙ্গত, সম্প্রতি কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনার পর সমুদ্রসৈকতে নারীদের নিরাপত্তায় নড়েচড়ে বসে জেলা প্রশাসন।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত