Ajker Patrika

শহীদ দিবসের অনুষ্ঠানে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের জেল

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৪
শহীদ দিবসের অনুষ্ঠানে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের জেল

হোমনায় মহান শহীদ দিবসে স্কুলছাত্রীদের উত্ত্যক্তের অপরাধে মো. মনির হোসেন (১৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকলে উপজেলার কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান তাঁকে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত মো. মনির হোসেন (১৮) উপজেলার কাশিপুর-কৃষ্ণপুর গ্রামের কবীর হোসেনের ছেলে।

বিদ্যালয়ের শিক্ষক জানান, ‘শহিদ দিবসের অনুষ্ঠানে মনির ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করছিলেন। তখন শিক্ষকেরা তাঁকে আটক করে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনিরকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ নিয়ে জানতে চাইলে ইউএনও ইউসুফ হাসান বলেন, ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলের অনুষ্ঠানে মনি ছাত্রীদের উত্যক্ত করেন। তখন বিদ্যালয়ের শিক্ষকেরা তাঁকে আটক করেন। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক ছাত্রলীগ নেতা চবির হল শাখা শিবিরের সভাপতি

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

বান্দরবানে এনসিপি নেতা সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত