Ajker Patrika

নিহত শীর্ষ সন্ত্রাসীর রিভলবার গুলিসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিহত শীর্ষ সন্ত্রাসীর রিভলবার গুলিসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো. ইউসুফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের কালাইশ্রীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ইউসুফ (২৮) ওই ভবনের মালিক মৃত শহীদ মিয়ার ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে শহরের কালাইশ্রীপাড়া এলাকায় মৃত শহীদের বহুতল ভবনে অভিযান চালায় পুলিশ। অভিযানে ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউসুফকে আটক করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইউসুফ জানায়, উদ্ধার অস্ত্র ও গুলি ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বলের। মৃত্যুর আগে এগুলো তার কাছে রেখে গিয়েছিল বলে দাবি করেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত