Ajker Patrika

দুই তোশক থেকে ৩০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
দুই তোশক থেকে ৩০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তোশকের ভেতর গাঁজা পাচারকালে মনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা টানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এ সময় তার পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে দুই তোশক থেকে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। আটক হওয়া মনু মিয়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষ। এ ছাড়া উপপরিদর্শক এএসআই দীন মোহাম্মদ এ অভিযানে সহযোগিতা করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘একটি মাদক কারবারি চক্র সীমান্ত এলাকা থেকে পিকআপ ভ্যান নিয়ে চান্দলা টানা ব্রিজ হয়ে যাওয়ার পথে আমরা আটক করি। এ সময় ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর পোশাকের মতো খাকি কাপড়ের তৈরি দুটি তোশকের ভেতরে থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তখন মনু মিয়াকে আটক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়ে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত