Ajker Patrika

কেন্দ্র দখল করে ভোট ছিনতাইয়ের অভিযোগ, যুবলীগ নেতা কারাগারে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
কেন্দ্র দখল করে ভোট ছিনতাইয়ের অভিযোগ, যুবলীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য হাসান মাহমুদ আপেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে দীর্ঘ শুনানি শেষে লক্ষ্মীপুর আদালতের বিচারিক হাকিম মো. তারেক আজিজ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত বছরের ২৪ জুন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সজিব নামের এক ভোটার কেন্দ্রে ভোট দিতে গেলে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগে আদালতে আপেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। 

বাদী পক্ষের আইনজীবী মো. কামরুল হাসান রনি বলেন, ‘গত বছরের ২১ জুন হাজিরহাট ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রটি আসামি পক্ষের বাড়ির দরজায় হওয়ায় সদস্য প্রার্থী হাসান মাহমুদ আপেল ও তাঁর লোকজন সকল ভোটারদের এলোপাতাড়ি পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কেটে নেয়। সজিব আরেক সদস্য প্রার্থী কবির হোসেনের লোক হওয়ায় তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে, মাথা ফাটিয়ে দেয় প্রধান আসামি আপেলসহ তাঁর লোকজন। পরে সজিব আপেলকে প্রধানসহ ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করলে আদালত কমলনগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কমলনগর থানা দীর্ঘ পর্যালোচনা শেষে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আজ ওই মামলার শুনানির তারিখ থাকায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামি হাসান মাহমুদ আপেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত