সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরে একটি বসতঘরের ওপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা সানজিদা খানম গুরুতর আহত হলে তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার পূর্ব চরবাটা হাবিবিয়া এলাকায় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আফ্রিদি পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের অ্যাডভোকেট মো. আবদুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভাত খাচ্ছিলেন মা সানজিদা খানম। এ সময় বসতঘরের পাশের একটি গাছ ঘরের উপড়ে ধসে পড়ে। এতে মুহূর্তেই গাছ চাপায় শিশু ও তার মা সানজিদা খানম গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা নিউরোসাইন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মা গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরে একটি বসতঘরের ওপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা সানজিদা খানম গুরুতর আহত হলে তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার পূর্ব চরবাটা হাবিবিয়া এলাকায় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আফ্রিদি পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের অ্যাডভোকেট মো. আবদুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভাত খাচ্ছিলেন মা সানজিদা খানম। এ সময় বসতঘরের পাশের একটি গাছ ঘরের উপড়ে ধসে পড়ে। এতে মুহূর্তেই গাছ চাপায় শিশু ও তার মা সানজিদা খানম গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা নিউরোসাইন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মা গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
২১ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
৩৯ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলার রশিদ নগরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের ৪ জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু, দুই নারী রয়েছেন।
৪১ মিনিট আগে