Ajker Patrika

ভাত খাওয়ার সময় ঘরে গাছ পড়ে শিশুর মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
Thumbnail image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর সুবর্ণচরে একটি বসতঘরের ওপর গাছ পড়ে সানজিদ আফ্রিদি আদি নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা সানজিদা খানম গুরুতর আহত হলে তাঁকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।

গতকাল সোমবার রাতে উপজেলার পূর্ব চরবাটা হাবিবিয়া এলাকায় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আফ্রিদি পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের অ্যাডভোকেট মো. আবদুল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ভাত খাচ্ছিলেন মা সানজিদা খানম। এ সময় বসতঘরের পাশের একটি গাছ ঘরের উপড়ে ধসে পড়ে। এতে মুহূর্তেই গাছ চাপায় শিশু ও তার মা সানজিদা খানম গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা নিউরোসাইন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মা গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত