Ajker Patrika

সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৪৫
সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. নুরুল হক। 

তিনি আজকের পত্রিকাকে জানান, গত শনিবার সকালে ডেঙ্গু আক্রান্ত ওই নার‍ী হাসপাতালের প্রসূতি  ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। 

অন্তঃসত্ত্বা ওই নারীর নাম বিবি আলমাস (৩৫)। তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের খাদেমপাড়া এলাকার জানে আলমের স্ত্রী। 

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, সপ্তাহখানেক আগে জ্বরে আক্রান্ত হন গৃহবধূ বিবি আলমাস। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। বাড়িতে চিকিৎসাধীন থাকাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত