Ajker Patrika

পুলিশ–জনতার সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সম্ভব

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
Thumbnail image

`পুলিশ ও জনতার সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব। গুটিকয়েক পুলিশ দিয়ে রামগঞ্জ উপজেলার প্রায় ৫ লাখ জনতার সেবা দেওয়া কঠিন।' আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে–২০২১ উপলক্ষে রামগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা এ কথা বলেন। 
 
এ সময় মংনেথোয়াই মারমা স্থানীয় এলাকাবাসীকে পুলিশকে সহযোগিতার অনুরোধ করেন। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

এ ছাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাহাবুব খাঁন ফাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. ক. ম রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ, দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, লামচর ইউনিয়ন চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না, কাঞ্চনপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির খাঁন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত