কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াডিতে ছুড়ে ফেলা বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই উপহার দেওয়া হবে। সমুদ্রের দূষণ রোধ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ‘প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার থেকে এ কার্যক্রমের শুরু হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
প্রতি শুক্র ও শনিবার সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দুই মাস ব্যাপী এ কর্মসূচি চালু থাকবে। সৈকতে প্লাস্টিক পণ্য বর্জন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সমুদ্র সৈকতে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে সৈকতের সৌন্দর্য হানি ঘটছে। এসব বর্জ্য পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই পর্যটকদের হাতে উপহার তুলে দেওয়া কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দুই দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন—টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন।
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াডিতে ছুড়ে ফেলা বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই উপহার দেওয়া হবে। সমুদ্রের দূষণ রোধ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ‘প্লাস্টিকের বিনিময়ে উপহার নিন’ নামের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার থেকে এ কার্যক্রমের শুরু হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।
প্রতি শুক্র ও শনিবার সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে এ কর্মসূচি পালন করা হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দুই মাস ব্যাপী এ কর্মসূচি চালু থাকবে। সৈকতে প্লাস্টিক পণ্য বর্জন ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বলেন, সমুদ্র সৈকতে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে সৈকতের সৌন্দর্য হানি ঘটছে। এসব বর্জ্য পরিষ্কারের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই পর্যটকদের হাতে উপহার তুলে দেওয়া কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দুই দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন—টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন।
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৫ মিনিট আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
৭ মিনিট আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
২৫ মিনিট আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
৪৩ মিনিট আগে