Ajker Patrika

রাউজানে অস্ত্রধারীদের ফাঁকা গুলি বর্ষণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেলেও তার নাম–ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। আজ শনিবার সন্ধ্যায় নোয়াপাড়া পথের হাট এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা যায়, আজ সন্ধ্যায় আট–দশজনের এক দল দুর্বৃত্ত পথেরহাটে (চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ওপর) অবস্থান নিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এ সময় বাজারের আতঙ্কিত ব্যবসায়ীরা হুড়োহুড়ি করে দোকান বন্ধ করে দেয়। 

জনশূন্য হয়ে পড়ে নোয়াপাড়া পথের হাট। কিছুক্ষণের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট এমন কাণ্ড ঘটিয়ে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা নোয়াপাড়া বসে কথা বলছিলাম। হঠাৎ গোলাগুলির শব্দ পেয়ে আমরা দৌড়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যাই। তবে কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ আঁচ করতে পারেনি।’  

রাউজান থানার পরিদর্শক (ওসি–তদন্ত) সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গোলাগুলির ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এখন পথে আছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত