Ajker Patrika

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের নেতা নিহত, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৮: ৫৪
লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের নেতা নিহত, প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে বশিকপুর ইউনিয়ন যুবলীগের নেতা মো. আলাউদ্দিন পাটওয়ারী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন দলীয় নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুরে শহরের উত্তর তেমুহুনী এলাকায় এনাম আহমদিয়া স্কুল মাঠে আলাউদ্দিন পাটওয়ারীর প্রথম জানাজা শেষে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।

জানাজা অংশ নেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ এবং বিভিন্ন দলের নেতা-কর্মীরা। 

প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যুবলীগের নেতা আলাউদ্দিন পাটওয়ারীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির দেওয়া হবে। প্রায় ১২ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগে রাতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সকালে সদর হাসপাতালে আলাউদ্দিনের ময়নাতদন্তের শেষ হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় দুইটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন। 

ওসি জানান, সকালে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। আলাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

দুপুরে দলীয়ভাবে শহরের এনাম আহমদিয়া স্কুল মাঠে আলাউদ্দিন পাটওয়ারীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে রশিদপুর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আলাউদ্দিন পাটওয়ারী রশিদপুর এলাকার সাদেক পাটওয়ারীর ছেলে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর এলাকার পদ্মা দিঘিরপাড় পাড়ে কালভার্টের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জনের একদল সন্ত্রাসী মুখোশ পরে এসে আলাউদ্দিন পাটওয়ারীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত