Ajker Patrika

কুমিল্লা শিক্ষাবোর্ড: পাস ও জিপিএ ৫ এগিয়ে মেয়েরা 

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা শিক্ষাবোর্ড: পাস ও জিপিএ ৫ এগিয়ে মেয়েরা 

এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের ৭৫ দশমিক ৩৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে। গত বছর পরীক্ষার্থী পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। তবে, পাস ও জিপিএ ৫ এগিয়ে রয়েছে মেয়েরা। 

আজ রোববার ফলাফল ঘোষণা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এক লাখ ১০ হাজার ৫৮০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮৩ হাজার ৩৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ২৯ শতাংশ, মানবিক বিভাগে ৬৯ দশমিক ৭৮ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭১ দশমিক ৯৭ শতাংশ। 

তিন বিভাগে ছেলেদের মোট পাসের হার ৭২ দশমিক ৮১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৭ দশমিক ৩০ শতাংশ। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন পাঁচ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে তিন হাজার ৫২৩ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ২০২২ সালের পরীক্ষায় এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছিল ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে আট হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

তিনি আরও জানান, কুমিল্লা বোর্ডে শতভাগ পাস করেছে ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান রয়েছে একটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত