Ajker Patrika

দাড়ি ধরে আলেমদের জেলে ঢোকানো হয়, এমন বাংলাদেশ চাই না: হাসনাত আবদুল্লাহ

 কুমিল্লা প্রতিনিধি 
বার্ষিক ইছালে সওয়াবের মাহফিলে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি:  আজকের পত্রিকা।
বার্ষিক ইছালে সওয়াবের মাহফিলে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: আজকের পত্রিকা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম-ওলামাদের জেলে ঢোকানো হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে কোরআন হাদিস থেকে বয়ান করলে সে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে দুর্নীতি রাহাজানি, হানাহানি, গুম ও হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেক মানুষ তাঁর ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবেন।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার দুদিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে সওয়াবের মাহফিলে বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে হাজারো মুসল্লির সমাগম হয়।

ধামতী দরবার শরিফের পীর মাওলানা বাহাউদ্দীন আহমাদের সভাপতিত্বে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, রাষ্ট্র, প্রশাসন, পুলিশ কখনোই আমাদের ঠিক করতে পারবে না, যদি আমরা নিজেরা নিজ থেকে ঠিক না হই। আমি ইসলাম নিয়ে বেশি কিছু জানি না, এখানে যাঁরা উপস্থিত রয়েছেন তাঁরা বেশি জানেন। তবে বাস্তব অভিজ্ঞতা থেকে বলব, আপনারা ঘুষ থেকে দূরে থাকুন, কাউকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তদবির কোনো ভালো জিনিস না। আপনার যদি মনে হয়, পরিচিত একজন ক্ষমতাধর রয়েছেন, তাঁর থেকে আপনি বিশেষ কোনো সুবিধা নেবেন, এটাও একধরনের অপরাধ।

এই ঘুষ ও সুদ, এগুলো থেকে দূরে থাকুন। মনে রাখতে হবে, আপনাদের যাঁরা প্রতিনিধিত্ব করছেন, তাঁরা আপনাদের কর্মচারী। এই কর্মচারীদের কাছে যদি আপনারা বিশেষ একটি দিনে (ভোটের দিন) ২ হাজার ১ হাজার টাকায় বিক্রি হয়ে যান, তাহলে এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমরা ৫ বছর, ১০ বছর নেতাকে গালাগাল করতে পারব, কিন্তু আপনার হাতে যে এক দিনের ক্ষমতা ছিল; ওই এক দিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে ওই পাঁচ বছরের অপশাসনের দায়ভার আপনাকেই নিতে হবে।

নেতাকে দোষ দেওয়ার আগে নিজের কাছে দায়বদ্ধ হবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনই বিক্রি হবেন না। অত্যাচারী শাসক, সুদ ও ঘুষের কাছে কখনই মাথা নত করবেন না। মাহফিলে আরও বক্তব্য দেন মাওলানা আবুল কালাম আজাদ বাসার, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, মু. সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত