Ajker Patrika

চট্টগ্রাম বন্দর এখনো সচল হয়নি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৪২
চট্টগ্রাম বন্দর এখনো সচল হয়নি

পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার পর ভাড়া বাড়িয়ে সারা দেশে গণপরিবহন চালু হয়েছে। তবে দেশের রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এখনো সচল হয়নি। আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত এখনো চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি কাজক্রম শুরু হয়নি।

চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন এখনো বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কাজ শুরু হয়নি। 

কর্মকর্তারা জানিয়েছেন, পণ্য আমদানি ও রপ্তানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। কিন্তু বন্দরে পণ্যবাহী পরিবহন ঢুকতে না পারলে কীভাবে কার্যক্রম চলবে? 
 
বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার অ্যাসোসিয়েশন এর মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ধর্মঘট চলছে। আমাদের সম্মানজনক দাবি না মানা পর্যন্ত কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার বন্দরে প্রবেশ করবে না। দাবি না মানলে আমরা কোন পণ্যবাহী পরিবহন চালাব না।’ 

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ‘সোমবার চট্টগ্রামের ১৮টি অফডক থেকে রপ্তানির উদ্দেশে কোন পণ্য জাহাজিকরণ হয়নি। বন্দর থেকে কোন কন্টেইনার অফডকে আসেনি। তবে এমভি কালামাটি ট্রেডার ও এমভি এক্সপ্রেস লোডসী নামের দুটি জাহাজ প্রায় অর্ধেক রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ত্যাগ করেছে।’ 

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী সিএন্ডএফের এজেন্ট ও মেসার্স তাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘পণ্য পরিবহন ট্রান্সপোর্টের ধর্মঘটের কারণে বন্দর থেকে আমাদের অনেক পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত