Ajker Patrika

মতলব উত্তরে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৫: ৫৬
মতলব উত্তরে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ষাটনল গ্রামে ধানখেত থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। সোহেল রানা ওই গ্রামের মৃত নুরুল হক পাঠান ও রোকেয়া বেগমের ছেলে।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল প্রবাস থেকে এসে স্থানীয় কুনু মার্কেটে রুহুল আমিনের দোকানে দরজির কাজ করতেন। প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে দোকান থেকে বাড়ির উদ্দেশে চলে যান তিনি। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেননি। আজ সকাল ৯টার দিকে সোহেলের মা রোকেয়া বেগম ধানখেতে তাঁর ছেলের মরদেহ দেখতে পান। এ সময় রোকেয়া বেগমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠিয়েছি। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

ওসি আরও বলেন, আমরা ধারণা করছি, এটা একটা হত্যাকাণ্ড। মরদেহের দুই চোখে জখমের চিহ্ন রয়েছে। তবে পোস্টমর্টেমের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আটক করা হবে। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মঈনুল হোসেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ও মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত