Ajker Patrika

ফেনীতে ইয়াবাসহ তিন হিজড়া আটক 

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৬: ১৯
ফেনীতে ইয়াবাসহ তিন হিজড়া আটক 

ফেনীতে ইয়াবাসহ তিন হিজড়াকে আটক করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে শহরের মহিপাল ফ্লাইওভারের

 নিচ থেকে তাঁদের আটক করা হয়।

আটকেরা হলেন টেকনাফ থানার মুছনী গ্রামের মো. ইউনুছের সন্তান জোছনা মনি (২১), কক্সবাজার সদর থানার বাজারঘাটা গ্রামের মৃত জহির আহমেদের সন্তান রিয়া মনি (২২) ও টেকনাফ থানার আলিকালি গ্রামের মুত্তুল হোসেনের সন্তান সায়মন জনি (২০)।

র‍্যাব-৭ জানায়, সোমবার রাতে মহিপাল ফ্লাইওভারের নিচে ইয়াবা বেচাকেনার খবরে র‍্যাব ওই স্থানে উপস্থিত হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৩ হাজার ৫২৫টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার দাম প্রায় ১১ লাখ টাকা।

ফেনী র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম বলেন, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ফেনীসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছে। তিন আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবিশ্বাস্য কম খরচে বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, সুবিধা কী

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত সব দল

ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন টিউলিপ–রুশনারা

গাজার নিয়ন্ত্রণ হারাচ্ছে হামাস, মাথাচাড়া দিচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা

মহাবিশ্বের আয়ু আর ২০০০ কোটি বছর, পৃথিবীর ধ্বংস কবে, জানালেন বিজ্ঞানীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত