উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরেক শ্রমিককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকালে উপজেলার উখিয়া সদরের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন (২৩) রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ছৈয়দ আকবর। তিনি উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিলেন রোহিঙ্গা শ্রমিকেরা। মাটি কাটার একপর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনার অংশের পাহাড় ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক মাটিচাপা পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ।
নিখোঁজ ছৈয়দ আকবর নামে এক শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক।
এমদাদুল হক বলেন, ‘আমরা এক শ্রমিককে মৃত উদ্ধার করেছি। নিখোঁজ আরও এক শ্রমিককে উদ্ধারে মাটি সরানোর কাজ চলছে।’
নিখোঁজের মা রাবেয়া বসরী বলেন, ‘আমার ছেলেকে আমি গাড়িভাড়া দিয়ে গতকাল কাজে পাঠিয়েছি। সে আমার কারণে দুর্ঘটনায় পড়ল। ছেলে ছাড়া আমি অসহায়, জানি না কী হবে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল চলছে।’
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরেক শ্রমিককে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। আজ বুধবার সকালে উপজেলার উখিয়া সদরের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন (২৩) রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ছৈয়দ আকবর। তিনি উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিলেন রোহিঙ্গা শ্রমিকেরা। মাটি কাটার একপর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনার অংশের পাহাড় ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক মাটিচাপা পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ।
নিখোঁজ ছৈয়দ আকবর নামে এক শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক।
এমদাদুল হক বলেন, ‘আমরা এক শ্রমিককে মৃত উদ্ধার করেছি। নিখোঁজ আরও এক শ্রমিককে উদ্ধারে মাটি সরানোর কাজ চলছে।’
নিখোঁজের মা রাবেয়া বসরী বলেন, ‘আমার ছেলেকে আমি গাড়িভাড়া দিয়ে গতকাল কাজে পাঠিয়েছি। সে আমার কারণে দুর্ঘটনায় পড়ল। ছেলে ছাড়া আমি অসহায়, জানি না কী হবে।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল চলছে।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৮ মিনিট আগেওই নারীর নাম হোটেলের রেজিস্ট্রারে লেখা ছিল মুন্না সরকার, ঠিকানা দেওয়া ছিল ঢাকার ধানমন্ডি। তবে মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছুটে আসা স্বজনেরা জানিয়েছেন, ওই নারীর প্রকৃত নাম মুন্না আক্তার। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
২১ মিনিট আগেমাইলস্টোন স্কুল ও কলেজের অকালে ঝরে পড়া ফুলগুলোর সংখ্যা অন্তত ২৬-এ উঠল। ২১ জুলাইয়ের মর্মান্তিক বিপর্যয়ে শিক্ষক, অভিভাবক আর যুদ্ধবিমানের পাইলট মিলিয়ে নিহতের সংখ্যা গতকাল রোববার পর্যন্ত ৩৪।
২৭ মিনিট আগেকাইতাড়া গ্রামের বাসিন্দা মামুন হায়দার বলেন, এই সড়ক নির্মাণের পর আর সংস্কার হয়নি। তবুও চলাচলের যোগ্য ছিল। কিন্তু গত ৮ থেকে ১০ বছর স্থানীয় একাধিক বালু ব্যবসায়ীর ট্রাক চলাচল করতে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যে কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে বেহাল অবস্থায় পরিণত হয়।
১ ঘণ্টা আগে