কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ফোটানো ৩২টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে টেকনাফ সমুদ্র উপকূলের শামলাপুর সৈকতের কোডেক নামের একটি সংস্থার হ্যাচারি থেকে অলিভ রিডলি প্রজাতির এ বাচ্চাগুলো সাগরে ছাড়া হয়।
চলতি মৌসুমে এই প্রথম হ্যাচারিতে ফোটানো বাচ্চা অবমুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে দুপুরে ডিম পাড়তে আসা দুটি অলিভ রিডলির শরীরে ট্যাগিং ডিভাইস সংযুক্ত করা হয়েছে।
গত শনিবার রাতে টেকনাফের মাদারবুনিয়া ও শামলাপুর সৈকতে একটি কচ্ছপ ১৩০ এবং আরেকটি ১২০ টি ডিম পাড়ে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইউএসএআইডের সহায়তায় পরিচালিত নেচার এন্ড লাইফ প্রকল্পে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজননে কাজ করছে কোডেক।
এই প্রকল্পের পরিচালক ড. শীতল কুমার নাথ বলেন, বিশেষজ্ঞদের সহায়তায় দুটি কচ্ছপের শরীরে ট্যাগিং ডিভাইস স্থাপন করা হয়েছে। এই ডিভাইস স্থাপনের ফলে আগামী মৌসুমে কচ্ছপগুলো কক্সবাজার সমুদ্র উপকূলে ডিম পাড়তে আসছে কিনা তা শনাক্ত করা সম্ভব হবে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, চলতি প্রজনন মৌসুমে (নভেম্বর-মার্চ) শনিবার পর্যন্ত ১৬৩ টি মা কচ্ছপ থেকে ১৮ হাজার ৭৭৯ টি ডিম সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে কোডেক ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্ট ১০৮টি কচ্ছপ থেকে ১৩ হাজার ৯৭টি, নেকম ৪১টি থেকে ৪ হাজার ৭৭৭টি এবং বোরি ১৪টি কচ্ছপ থেকে ১ হাজার ৫৮৭টি ডিম সংরক্ষণ করেছে। এ পর্যন্ত ৯৯টি মা কচ্ছপ ডিম পাড়তে এসে মারা পড়েছে।
তিনি বলেন, কয়েকদিনের মধ্যে অধিকাংশ হ্যাচারির ডিম ফুটে বাচ্চা জন্ম নিবে। এরপর তা সাগরে অবমুক্ত করা হবে। চলতি মৌসুমে গবেষণার উদ্দেশ্যে মা কচ্ছপে শরীরে ট্রাকিং ডিভাইস স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান বোরির এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই ডিভাইস স্থাপনের ফলে সামুদ্রিক কচ্ছপের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এতে জানা যাবে কচ্ছপ কখন কোথায় কীভাবে অবস্থান করছে, তাদের আবাসস্থল এবং প্রজনন মৌসুমে তাদের উপকূলে ফিরে আসার রুট বা পথ শনাক্তকরণ করা সম্ভব হবে। ফলে তাদের চলাচলের পথে বাধাবিপত্তি চিহ্নিত করা যাবে।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ফোটানো ৩২টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে টেকনাফ সমুদ্র উপকূলের শামলাপুর সৈকতের কোডেক নামের একটি সংস্থার হ্যাচারি থেকে অলিভ রিডলি প্রজাতির এ বাচ্চাগুলো সাগরে ছাড়া হয়।
চলতি মৌসুমে এই প্রথম হ্যাচারিতে ফোটানো বাচ্চা অবমুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে দুপুরে ডিম পাড়তে আসা দুটি অলিভ রিডলির শরীরে ট্যাগিং ডিভাইস সংযুক্ত করা হয়েছে।
গত শনিবার রাতে টেকনাফের মাদারবুনিয়া ও শামলাপুর সৈকতে একটি কচ্ছপ ১৩০ এবং আরেকটি ১২০ টি ডিম পাড়ে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইউএসএআইডের সহায়তায় পরিচালিত নেচার এন্ড লাইফ প্রকল্পে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজননে কাজ করছে কোডেক।
এই প্রকল্পের পরিচালক ড. শীতল কুমার নাথ বলেন, বিশেষজ্ঞদের সহায়তায় দুটি কচ্ছপের শরীরে ট্যাগিং ডিভাইস স্থাপন করা হয়েছে। এই ডিভাইস স্থাপনের ফলে আগামী মৌসুমে কচ্ছপগুলো কক্সবাজার সমুদ্র উপকূলে ডিম পাড়তে আসছে কিনা তা শনাক্ত করা সম্ভব হবে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, চলতি প্রজনন মৌসুমে (নভেম্বর-মার্চ) শনিবার পর্যন্ত ১৬৩ টি মা কচ্ছপ থেকে ১৮ হাজার ৭৭৯ টি ডিম সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে কোডেক ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্ট ১০৮টি কচ্ছপ থেকে ১৩ হাজার ৯৭টি, নেকম ৪১টি থেকে ৪ হাজার ৭৭৭টি এবং বোরি ১৪টি কচ্ছপ থেকে ১ হাজার ৫৮৭টি ডিম সংরক্ষণ করেছে। এ পর্যন্ত ৯৯টি মা কচ্ছপ ডিম পাড়তে এসে মারা পড়েছে।
তিনি বলেন, কয়েকদিনের মধ্যে অধিকাংশ হ্যাচারির ডিম ফুটে বাচ্চা জন্ম নিবে। এরপর তা সাগরে অবমুক্ত করা হবে। চলতি মৌসুমে গবেষণার উদ্দেশ্যে মা কচ্ছপে শরীরে ট্রাকিং ডিভাইস স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান বোরির এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই ডিভাইস স্থাপনের ফলে সামুদ্রিক কচ্ছপের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এতে জানা যাবে কচ্ছপ কখন কোথায় কীভাবে অবস্থান করছে, তাদের আবাসস্থল এবং প্রজনন মৌসুমে তাদের উপকূলে ফিরে আসার রুট বা পথ শনাক্তকরণ করা সম্ভব হবে। ফলে তাদের চলাচলের পথে বাধাবিপত্তি চিহ্নিত করা যাবে।
গুলশানে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকেরা। আজ শনিবার গুলশান ও আশপাশের বিভিন্ন সড়কে এই বিক্ষোভ হয়। চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা চালানো প্যাডেলচালিত রিকশার তুলনায় সহজ, জমা কম এবং আয় বেশি। ফলে এটি তাঁদের জীবিকার জন্য বেশি উপযোগী।
১৬ মিনিট আগেসাবেক এমপি ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী ও দুই মেয়েকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তাঁর ভাই বিএনপি নেতা মাসুক চৌধুরী ও মিলন চৌধুরীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাসায় নাছির চৌধুরীর সামনেই এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন। ওই সভায় তিনি জনসম্মুখে সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমিরের কাছে জমা
৩২ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিতে ইন্ট্রাকোর গ্যাস বহনকারী একটি গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) ইন্ট্রাকো গ্রুপের এলপিজি গ্যাসভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে রাত ১১টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনা
১ ঘণ্টা আগে