কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ফোটানো ৩২টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে টেকনাফ সমুদ্র উপকূলের শামলাপুর সৈকতের কোডেক নামের একটি সংস্থার হ্যাচারি থেকে অলিভ রিডলি প্রজাতির এ বাচ্চাগুলো সাগরে ছাড়া হয়।
চলতি মৌসুমে এই প্রথম হ্যাচারিতে ফোটানো বাচ্চা অবমুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে দুপুরে ডিম পাড়তে আসা দুটি অলিভ রিডলির শরীরে ট্যাগিং ডিভাইস সংযুক্ত করা হয়েছে।
গত শনিবার রাতে টেকনাফের মাদারবুনিয়া ও শামলাপুর সৈকতে একটি কচ্ছপ ১৩০ এবং আরেকটি ১২০ টি ডিম পাড়ে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইউএসএআইডের সহায়তায় পরিচালিত নেচার এন্ড লাইফ প্রকল্পে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজননে কাজ করছে কোডেক।
এই প্রকল্পের পরিচালক ড. শীতল কুমার নাথ বলেন, বিশেষজ্ঞদের সহায়তায় দুটি কচ্ছপের শরীরে ট্যাগিং ডিভাইস স্থাপন করা হয়েছে। এই ডিভাইস স্থাপনের ফলে আগামী মৌসুমে কচ্ছপগুলো কক্সবাজার সমুদ্র উপকূলে ডিম পাড়তে আসছে কিনা তা শনাক্ত করা সম্ভব হবে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, চলতি প্রজনন মৌসুমে (নভেম্বর-মার্চ) শনিবার পর্যন্ত ১৬৩ টি মা কচ্ছপ থেকে ১৮ হাজার ৭৭৯ টি ডিম সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে কোডেক ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্ট ১০৮টি কচ্ছপ থেকে ১৩ হাজার ৯৭টি, নেকম ৪১টি থেকে ৪ হাজার ৭৭৭টি এবং বোরি ১৪টি কচ্ছপ থেকে ১ হাজার ৫৮৭টি ডিম সংরক্ষণ করেছে। এ পর্যন্ত ৯৯টি মা কচ্ছপ ডিম পাড়তে এসে মারা পড়েছে।
তিনি বলেন, কয়েকদিনের মধ্যে অধিকাংশ হ্যাচারির ডিম ফুটে বাচ্চা জন্ম নিবে। এরপর তা সাগরে অবমুক্ত করা হবে। চলতি মৌসুমে গবেষণার উদ্দেশ্যে মা কচ্ছপে শরীরে ট্রাকিং ডিভাইস স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান বোরির এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই ডিভাইস স্থাপনের ফলে সামুদ্রিক কচ্ছপের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এতে জানা যাবে কচ্ছপ কখন কোথায় কীভাবে অবস্থান করছে, তাদের আবাসস্থল এবং প্রজনন মৌসুমে তাদের উপকূলে ফিরে আসার রুট বা পথ শনাক্তকরণ করা সম্ভব হবে। ফলে তাদের চলাচলের পথে বাধাবিপত্তি চিহ্নিত করা যাবে।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ফোটানো ৩২টি সামুদ্রিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে টেকনাফ সমুদ্র উপকূলের শামলাপুর সৈকতের কোডেক নামের একটি সংস্থার হ্যাচারি থেকে অলিভ রিডলি প্রজাতির এ বাচ্চাগুলো সাগরে ছাড়া হয়।
চলতি মৌসুমে এই প্রথম হ্যাচারিতে ফোটানো বাচ্চা অবমুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
এর আগে দুপুরে ডিম পাড়তে আসা দুটি অলিভ রিডলির শরীরে ট্যাগিং ডিভাইস সংযুক্ত করা হয়েছে।
গত শনিবার রাতে টেকনাফের মাদারবুনিয়া ও শামলাপুর সৈকতে একটি কচ্ছপ ১৩০ এবং আরেকটি ১২০ টি ডিম পাড়ে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ইউএসএআইডের সহায়তায় পরিচালিত নেচার এন্ড লাইফ প্রকল্পে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজননে কাজ করছে কোডেক।
এই প্রকল্পের পরিচালক ড. শীতল কুমার নাথ বলেন, বিশেষজ্ঞদের সহায়তায় দুটি কচ্ছপের শরীরে ট্যাগিং ডিভাইস স্থাপন করা হয়েছে। এই ডিভাইস স্থাপনের ফলে আগামী মৌসুমে কচ্ছপগুলো কক্সবাজার সমুদ্র উপকূলে ডিম পাড়তে আসছে কিনা তা শনাক্ত করা সম্ভব হবে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, চলতি প্রজনন মৌসুমে (নভেম্বর-মার্চ) শনিবার পর্যন্ত ১৬৩ টি মা কচ্ছপ থেকে ১৮ হাজার ৭৭৯ টি ডিম সংগ্রহ করে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে কোডেক ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্ট ১০৮টি কচ্ছপ থেকে ১৩ হাজার ৯৭টি, নেকম ৪১টি থেকে ৪ হাজার ৭৭৭টি এবং বোরি ১৪টি কচ্ছপ থেকে ১ হাজার ৫৮৭টি ডিম সংরক্ষণ করেছে। এ পর্যন্ত ৯৯টি মা কচ্ছপ ডিম পাড়তে এসে মারা পড়েছে।
তিনি বলেন, কয়েকদিনের মধ্যে অধিকাংশ হ্যাচারির ডিম ফুটে বাচ্চা জন্ম নিবে। এরপর তা সাগরে অবমুক্ত করা হবে। চলতি মৌসুমে গবেষণার উদ্দেশ্যে মা কচ্ছপে শরীরে ট্রাকিং ডিভাইস স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান বোরির এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
তিনি আরও বলেন, এই ডিভাইস স্থাপনের ফলে সামুদ্রিক কচ্ছপের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এতে জানা যাবে কচ্ছপ কখন কোথায় কীভাবে অবস্থান করছে, তাদের আবাসস্থল এবং প্রজনন মৌসুমে তাদের উপকূলে ফিরে আসার রুট বা পথ শনাক্তকরণ করা সম্ভব হবে। ফলে তাদের চলাচলের পথে বাধাবিপত্তি চিহ্নিত করা যাবে।
গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
৩১ মিনিট আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
৩৯ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
৩ ঘণ্টা আগে