সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বিজয় চুল লম্বা রাখায় বেত্রাঘাত করেন শিক্ষক ইসমাইল হোসেন সেলিম। এরপর তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেন শিক্ষার্থীর ভাই ইকবাল হোসেন। পরে অন্য শিক্ষক ও অভিভাবকদের অনুরোধে মুচলেকা দিয়ে ছাড়া পান অভিযুক্ত শিক্ষক।
অভিযোগের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে থানায় নিয়ে যায়। পরে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ কয়েক শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি তাঁকে ছাড়াতে যান। ভবিষ্যতে আর এমন কাজ করবেন—এই অঙ্গীকার করে মুক্তি পান শিক্ষক সেলিম।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিক্ষক সেলিম ক্লাস নিতে গিয়ে চুল লম্বা রাখায় বিজয়সহ আরও কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এতে তাদের হাত, পিঠসহ বিভিন্ন স্থানে নীল দাগ হয়ে যায়। বিজয় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যায়। পরিবারের লোকজন আঘাতের চিহ্ন দেখার পর সোনাগাজী মডেল থানায় অভিযোগ দেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মীয় মোহাম্মদ হাসান বলেন, ‘সরকার এখন শিক্ষার্থীদের বেত্রাঘাত করার জন্য নিষেধ করেছেন। তারপরও তিনি কেন তাকে মারবেন? এভাবে মারা উচিত হয়নি। তাই আইনের আশ্রয় নিতে থানায় অভিযোগ করা হয়।’
ওই মাদ্রাসার নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘কোনো শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের দ্বন্দ্ব নেই। শিক্ষক শিক্ষার্থীকে ভালোর জন্য শাসন করে। অতিরিক্ত শাসন আমরাও সাপোর্ট করি না। এরপরও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। চুল লম্বা রাখা একজন মাদ্রাসা শিক্ষার্থীর জন্যও বেমানান।’
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘চুল লম্বা রাখায় কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করে শিক্ষক ইসমাইল হোসেন সেলিম। পরিবার অভিযোগ করায় তাঁকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে এমন কাজ আর করবেন না মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করার বিষয়ে অভিযোগ এলে অভিযুক্তকে আমরা থানায় নিয়ে আসি। পরে শিক্ষার্থীর পরিবার, মাদ্রাসার শিক্ষকেরা থানায় এসে অনুরোধ করলে মুচলেকা নিয়ে শিক্ষককে ছেড়ে দেওয়া হয়।’
ফেনীর সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বিজয় চুল লম্বা রাখায় বেত্রাঘাত করেন শিক্ষক ইসমাইল হোসেন সেলিম। এরপর তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেন শিক্ষার্থীর ভাই ইকবাল হোসেন। পরে অন্য শিক্ষক ও অভিভাবকদের অনুরোধে মুচলেকা দিয়ে ছাড়া পান অভিযুক্ত শিক্ষক।
অভিযোগের ভিত্তিতে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে থানায় নিয়ে যায়। পরে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ কয়েক শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি তাঁকে ছাড়াতে যান। ভবিষ্যতে আর এমন কাজ করবেন—এই অঙ্গীকার করে মুক্তি পান শিক্ষক সেলিম।
অভিযোগ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শিক্ষক সেলিম ক্লাস নিতে গিয়ে চুল লম্বা রাখায় বিজয়সহ আরও কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এতে তাদের হাত, পিঠসহ বিভিন্ন স্থানে নীল দাগ হয়ে যায়। বিজয় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যায়। পরিবারের লোকজন আঘাতের চিহ্ন দেখার পর সোনাগাজী মডেল থানায় অভিযোগ দেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মীয় মোহাম্মদ হাসান বলেন, ‘সরকার এখন শিক্ষার্থীদের বেত্রাঘাত করার জন্য নিষেধ করেছেন। তারপরও তিনি কেন তাকে মারবেন? এভাবে মারা উচিত হয়নি। তাই আইনের আশ্রয় নিতে থানায় অভিযোগ করা হয়।’
ওই মাদ্রাসার নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘কোনো শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের দ্বন্দ্ব নেই। শিক্ষক শিক্ষার্থীকে ভালোর জন্য শাসন করে। অতিরিক্ত শাসন আমরাও সাপোর্ট করি না। এরপরও বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। চুল লম্বা রাখা একজন মাদ্রাসা শিক্ষার্থীর জন্যও বেমানান।’
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘চুল লম্বা রাখায় কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করে শিক্ষক ইসমাইল হোসেন সেলিম। পরিবার অভিযোগ করায় তাঁকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে এমন কাজ আর করবেন না মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘একজন শিক্ষার্থীকে বেত্রাঘাত করার বিষয়ে অভিযোগ এলে অভিযুক্তকে আমরা থানায় নিয়ে আসি। পরে শিক্ষার্থীর পরিবার, মাদ্রাসার শিক্ষকেরা থানায় এসে অনুরোধ করলে মুচলেকা নিয়ে শিক্ষককে ছেড়ে দেওয়া হয়।’
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ মিনিট আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগে