Ajker Patrika

কচুয়ায় ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২২: ১৩
কচুয়ায় ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে চাঁদপুরের কচুয়ায় ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার কচুয়া বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।

এ সময় তিনি বলেন, ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে কচুয়া বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের গরুর মাংসের দোকান, কাঁচাবাজার, মুদিদোকান, সার ও কীটনাশক দোকান, চানাচুর-বিস্কুট, হোটেলসহ ১৫ ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়।

এর মধ্যে ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ১০ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কচুয়া থানার একটি চৌকস দল। এ ছাড়া অভিযানের পরে ওই বাজারে গরুর মাংস ৬৫০ টাকা করে বিক্রি করতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত