Ajker Patrika

মহালছড়িতে পিকআপ উল্টে আহত ৫ 

প্রতিনিধি, মহালছড়ি (খাগড়াছড়ি) 
Thumbnail image

খাগড়াছড়ির মহালছড়িতে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় জালিয়া-মহালছড়ি সড়কের যৌথখামার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মিনি পিকআপটি মাছের পোনা নিয়ে যৌথখামার এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ড্রাইভারসহ পিকআপটিতে থাকা ৪ জন গুরতর আহত হন। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মহালছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আহতরা হলেন, কুমিল্লার উত্তম কুমার দাশের ছেলে পিন্টু চন্দ্র দাশ (৩০), গামারীঢালা (বীজিতলা) খাগড়াছড়ির শামীমের ছেলে মোরশেদ (৩৫), কুমিল্লার আব্দুল আজিজের ছেলে মোরশেদ (৩০) ; কুমিল্লার নাঙ্গলকোটের রায়হান (৩৫) ও সামছু (৪৫)। 

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাছের পোনা নিয়ে কুমিল্লার লাঙ্গলকোট থেকে মহালছড়িতে আসার পথে যৌথখামার নামক স্থানে পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ড্রাইভারসহ গাড়িতে থাকা ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মহালছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত