নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদেরা জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারেন। তবে তাঁদের সুযোগ দিতে হবে।’
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তামিম ইকবাল বলেছেন, ‘একজন স্পোর্টসম্যানের কথা হবে, নিশ্চয়ই আমার মধ্যে কোনো দুর্বলতা ছিল। তাই আমি জাতীয় দলে যেতে পারিনি। সুতরাং আগে মেনে নিতে হবে আমাদের কী ভুল ছিল।’
তামিম ইকবাল বলেন, ‘কেউ যদি অভিযোগ করেন, অমুকের কারণে জাতীয় দলে খেলতে পারেনি, তবে আমি সেটা বিশ্বাস করি না। আমরা কোন জায়গায় ভালো করতে পারি, যেভাবে আমরা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারি। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশা আল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে ১৫-২০ বছর আগে বাংলাদেশের স্পোর্টসে অনেকেই চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করতেন। আমরা সেই দিনগুলো আবার ফিরে পাব।’
খেলাধুলা নিয়ে ব্যারিস্টার মীর হেলাল (মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তামিম বলেন, ‘স্পোর্টসকে কীভাবে আমরা আবার আগের জায়গায় ফেরত দিতে পারি, সে বিষয়ে আলোচনা হয় ইসরাফিল খসরু (আমীর খসরু মাহমুদের ছেলে) এবং হুম্মাম কাদের (সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে) ভাইয়ের সঙ্গেও।
জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, তাঁরা যখন সুযোগ পাবেন, তখন তাঁদের সর্বোচ্চটুকু দিয়ে চট্টগ্রামের সিগনেচার সব জায়গায় রাখবেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যে ধরনের খেলাধুলাই হোক না কেন, সেটাকে তাঁরা প্রমোট করবেন সঠিক নিয়মে। এভাবেই চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফেরত যাব।’
জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদেরা জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারেন। তবে তাঁদের সুযোগ দিতে হবে।’
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তামিম ইকবাল বলেছেন, ‘একজন স্পোর্টসম্যানের কথা হবে, নিশ্চয়ই আমার মধ্যে কোনো দুর্বলতা ছিল। তাই আমি জাতীয় দলে যেতে পারিনি। সুতরাং আগে মেনে নিতে হবে আমাদের কী ভুল ছিল।’
তামিম ইকবাল বলেন, ‘কেউ যদি অভিযোগ করেন, অমুকের কারণে জাতীয় দলে খেলতে পারেনি, তবে আমি সেটা বিশ্বাস করি না। আমরা কোন জায়গায় ভালো করতে পারি, যেভাবে আমরা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করতে পারি। যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব, ইনশা আল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে ১৫-২০ বছর আগে বাংলাদেশের স্পোর্টসে অনেকেই চট্টগ্রাম থেকে রিপ্রেজেন্ট করতেন। আমরা সেই দিনগুলো আবার ফিরে পাব।’
খেলাধুলা নিয়ে ব্যারিস্টার মীর হেলাল (মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে) ভাইয়ের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তামিম বলেন, ‘স্পোর্টসকে কীভাবে আমরা আবার আগের জায়গায় ফেরত দিতে পারি, সে বিষয়ে আলোচনা হয় ইসরাফিল খসরু (আমীর খসরু মাহমুদের ছেলে) এবং হুম্মাম কাদের (সালাহ উদ্দিন কাদের চৌধুরীর ছেলে) ভাইয়ের সঙ্গেও।
জাতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, তাঁরা যখন সুযোগ পাবেন, তখন তাঁদের সর্বোচ্চটুকু দিয়ে চট্টগ্রামের সিগনেচার সব জায়গায় রাখবেন। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ যে ধরনের খেলাধুলাই হোক না কেন, সেটাকে তাঁরা প্রমোট করবেন সঠিক নিয়মে। এভাবেই চট্টগ্রাম থেকে আমরা আবার আগের দিনে ফেরত যাব।’
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া থেকে লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটার পথে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। গত এক মাস ১০ দিনে এই এক্সপ্রেসওয়েতে ২৩টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
৬ মিনিট আগেমাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
২১ মিনিট আগেবরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এক ব্যক্তি বিরুদ্ধে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। নলবুনিয়ার শুভসন্ধ্যা সৈকত এলাকায় এই জমি দখল করা হয়।
৪১ মিনিট আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কাছে যাত্রাবিরতি করা শত শত বালুবহনকারী জাহাজ থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নদীর তীরে যাত্রাবিরতি করার সুযোগ করে দেওয়ার নামে প্রতিদিন সন্ধ্যা নামলেই এ চাঁদাবাজি শুরু হয়। একেকটি বালুবহনকারী জাহাজ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছে স্থানীয় একটি চক্র।
১ ঘণ্টা আগে