কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২০ দিন পর ধানখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর মো. উসমান (১৭) বালুখালী এলাকার শমসু আলমের ছেলে। গত ২১ এপ্রিল থেকে সে নিখোঁজ ছিল।
নিহতের বাবা শমসু আলম বলেন, ‘টমটম চুরির অপবাদে ২০ দিন আগে উসমানকে নানাভাবে হেনস্তা করে ও হুমকি দেয় স্থানীয় আবদুল আজিজের ছেলে জহুর মিয়া। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অবশেষে গতকাল সকালে ধানখেতে তার লাশ পাওয়া যায়। আমার সন্দেহ, জহুর মিয়া আমার ছেলেকে খুন করেছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বালুখালী এলাকার ধানখেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে গিয়ে লাশ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদনে লাশের পেটে ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২০ দিন পর ধানখেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর মো. উসমান (১৭) বালুখালী এলাকার শমসু আলমের ছেলে। গত ২১ এপ্রিল থেকে সে নিখোঁজ ছিল।
নিহতের বাবা শমসু আলম বলেন, ‘টমটম চুরির অপবাদে ২০ দিন আগে উসমানকে নানাভাবে হেনস্তা করে ও হুমকি দেয় স্থানীয় আবদুল আজিজের ছেলে জহুর মিয়া। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অবশেষে গতকাল সকালে ধানখেতে তার লাশ পাওয়া যায়। আমার সন্দেহ, জহুর মিয়া আমার ছেলেকে খুন করেছে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বালুখালী এলাকার ধানখেতে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে গিয়ে লাশ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদনে লাশের পেটে ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একদিন আগে তাকে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার তাঁদের চাঁদাবাজি মামলায় আদালতে পাঠিয়েছে দৌলতপুর থানা–পুলিশ।
১ সেকেন্ড আগেপঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১৭ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৯ মিনিট আগে