Ajker Patrika

চবিতে পরীক্ষা দিলেন বহিষ্কৃত দুই শিক্ষার্থী

চবি প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় গত ২৪ জুন চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে তাঁরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কিন্তু বহিষ্কারের ১০ দিন পরও বহিষ্কৃত দুই শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন।

আজ বুধবার দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়েছেন বিভাগের দুই বহিষ্কৃত শিক্ষার্থী রাকিব হাসান ও ইমন আহমেদ।

এ বিষয়ে জানতে চাইলে দর্শন বিভাগের সভাপতি মো. আবদুল মান্নান বলেন, ‘প্রশাসনিক ভবন থেকে বহিষ্কার সংক্রান্ত কোনো কাগজপত্র আমাদের কাছে আসেনি। তাই বহিষ্কারাদেশ না আসা পর্যন্ত দুই ছাত্রের পরীক্ষা দেওয়া বৈধ। তাই তাঁরা পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন।’

এদিকে বহিষ্কৃত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে সমালোচনা শুরু হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই করা একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে বহিষ্কারাদেশ চলাকালীন সময়ে বহিষ্কৃতরা একাডেমিক কার্যক্রমে সশরীরে ও অনলাইনে উপস্থিত না থাকা, আবাসিক হলে অবস্থান করতে পারবে না বলে উল্লেখ করা হয়। এ ছাড়া একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করলে তা বাতিল হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত যে সভায় হয়েছিল, তার লিখিত আদেশ তৈরি হতে একটু দেরি হয়েছে। আমরা আজই এই সংক্রান্ত আদেশ বিভাগে পৌঁছে দিয়েছি। আর বহিষ্কারাদেশ বহিষ্কার করার দিন থেকে কার্যকর হয়। তাঁরা যে পরীক্ষায় অংশ নিয়েছে সেটা বাতিল হয়ে যাবে।’

প্রসঙ্গত, গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে চার শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার ১০ মাস পর গত ২৫ জুলাই ওই চারজনকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা হলেন, আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল হাসান, দর্শন বিভাগের একই বর্ষের ইমন আহাম্মেদ এবং রাকিব হাসান (আর এইচ রাজু)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত