Ajker Patrika

‘নেলসন ম্যান্ডেলা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ পেলেন নাইক্ষ্যংছড়ির ওসি আলমগীর

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১১: ৫৭
‘নেলসন ম্যান্ডেলা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ পেলেন নাইক্ষ্যংছড়ির ওসি আলমগীর

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ‘নেলসন ম্যান্ডেলা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২০২১’ এবং মাদক ও সন্ত্রাস দমনে বিশেষ অবদানের জন্য ‘শেরেবাংলা স্মৃতি সম্মাননা-২১’ পদকের জন্য মনোনীত হয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন। এর আগে তিনি ছয়বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি হিসেবে যোগদানের পর থেকে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ, স্বর্ণ জব্দ, ওয়ারেন্ট তামিল, দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফলতার স্বাক্ষর রাখেন আলমগীর হোসেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করছেন তিনি।

এর আগেও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে অসংখ্য পুরস্কার পেয়েছেন। মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী, চোরাকারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ওসি আলমগীর হোসেন সব মহলে প্রশংসিত হন।

প্রতিক্রিয়ায় ওসি আলমগীর বলেন, তিনি মূলত মানুষের কল্যাণের জন্য কাজ করেন, লোক দেখানোর জন্য নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত