কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মো. ইসহাক (৪৮) নামের এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কুতুপালং এলাকায় ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ইসহাক উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৭ নম্বর এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, ভোরে নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে নিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাত করা হয়েছে।
আমির জাফর আরও বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তারপরও হত্যার কারণ উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মো. ইসহাক (৪৮) নামের এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কুতুপালং এলাকায় ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ইসহাক উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৭ নম্বর এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, ভোরে নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে নিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাত করা হয়েছে।
আমির জাফর আরও বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তারপরও হত্যার কারণ উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১৩ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদের স্বপদে ফেরার খবর সর্বত্র ছড়িয়ে পড়ার পর ক্ষিপ্ত ইউনিয়নবাসী তাঁকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। গত শুক্র ও শনিবারের পর আজ রোববার তাঁকে শক্ত হাতে প্রতিহতের এ ঘোষণা
১৯ মিনিট আগেকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টায় থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
২৬ মিনিট আগেজন্মগতভাবে প্রতিবন্ধী সেই মানিক পা দিয়ে লিখে এবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধাতালিকায় ১৯২তম স্থান অধিকার করেছেন। পাবলিক পরীক্ষার মতো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও পা দিয়ে লিখে সফলতা পেয়েছেন তিনি।
৩০ মিনিট আগে