Ajker Patrika

উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে একজনকে পিটিয়ে হত্যা, আরসাকে দোষারোপ

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে একজনকে পিটিয়ে হত্যা, আরসাকে দোষারোপ

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে মো. ইসহাক (৪৮) নামের এক রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কুতুপালং এলাকায় ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ইসহাক উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৭ নম্বর এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এপিবিএনের অধিনায়ক আমির জাফর বলেন, ভোরে নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে নিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাত করা হয়েছে।

আমির জাফর আরও বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তারপরও হত্যার কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত