Ajker Patrika

 ১৮ বছর পর গৃহবধূকে হত্যাচেষ্টায় সাজাপ্রাপ্ত স্বামী ও দেবর গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
 ১৮ বছর পর গৃহবধূকে হত্যাচেষ্টায় সাজাপ্রাপ্ত স্বামী ও দেবর গ্রেপ্তার

ফেনীতে গৃহবধূ ফাতেমা আক্তারকে হত্যাচেষ্টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাঁর স্বামী ও দেবরকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব। 

এর আগে গতকাল বুধবার রাতে কুমিল্লার কোতোয়ালি থানার সুজানগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ফেনী সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আতু মিয়ার ছেলে লিটন ওরফে বাবুল (৩৭) ও মো. সুমন (৩২)। 

র‍্যাব জানায়, ২০০৪ সালে ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে ফাতেমা আক্তারকে বুকে, পিঠে কিলঘুষি মেরে ও পাকা রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে জখম করে তাঁর স্বামী ও দেবর। পরে সুমন ওই গৃহবধূকে গলা চেপে শ্বাসরোধে হত্যা চেষ্টা করে ঢাকা-চট্টগ্রাম বিশ্ব রোডের পাশে ফেলে দেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। 

ওই ঘটনায় ফাতেমা আক্তার বাদী হয়ে যৌতুক ও নির্যাতনের মামলা করলে আদালত আসামিদের ২০১১ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর কুমিল্লা অবস্থান করার তথ্য পেয়ে র‍্যাব অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আজ আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত