প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ছোট বড় প্রায় ৬৫টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এমনকি ২০১৬ সাল থেকে এ হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভারের পদটিও শূন্য রয়েছে। পাঁচ বছর যাবৎ ড্রাইভার না থাকায় ২০১৯ সালে পাওয়া নতুন অ্যাম্বুলেন্সটিও পড়ে আছে। এতে ভোগান্তি বেড়েছ দূর দুরান্ত থেকে আসা রোগীদের। আর বাড়তি সুবিধা নিচ্ছে বাইরের প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকের ২১টি পদের মধ্যে ডেন্টাল সার্জনসহ ৬টি পদ শূন্য। ২৯ জন নার্সের মধ্যে ৫ জন ও ল্যাব ইসিজির ২ জনসহ মোট ৬৫টি পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা দিতে বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া সাপের কামড়ে আহতদের চিকিৎসাও হচ্ছে না। সাপে কামড়ালে যে পরামর্শক বা চিকিৎসক থাকা প্রয়োজন ওই পদটিও খালি রয়েছে এই হাসপাতালে। ফলে সাপে কামড়ানো রোগীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, নিয়মিত এ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন প্রায় তিন শতাধিকের বেশি রোগী। হাসপাতালে নিয়মিত রোগী ভর্তি থাকেন প্রায় ৩০ থেকে ৪০ জন। গুরুতর রোগীদের কুমিল্লা বা ঢাকা রেফার করা হলেও অ্যাম্বুলেন্সের অভাবে সময় মতো রোগীদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না। ফলে অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ অন্যান্য শূন্য পদ পূরণ করা জরুরি। এতে সেবার মান বাড়ানো সম্ভব। তবে ইদানীং জ্বর–সর্দি রোগীর সংখ্যা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও আয়াদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নার্সের সঙ্গে কথা হলে বলেন, করোনা মহামারি আসার পর থেকে আমরা বেশির ভাগ সময়ই অতিরিক্ত ডিউটি করছি। রোগীদের তুলনায় নার্সের সংখ্যা কম। কিন্তু সে তুলনায় আমরা বাড়তি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহমদ চিশতী বলেন, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ডাক্তার, নার্স, ড্রাইভার, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ প্রায় ৬৫টি পদ শূন্য রয়েছে। যে হারে প্রতিদিন হাসপাতালের রোগী ভর্তি থাকে, সে তুলনায় সেবা দিতে গিয়ে হিমশিম পড়তে হয় আমাদের। এ সংক্রান্ত বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাবর অবহিত করা আছে।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ছোট বড় প্রায় ৬৫টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এমনকি ২০১৬ সাল থেকে এ হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভারের পদটিও শূন্য রয়েছে। পাঁচ বছর যাবৎ ড্রাইভার না থাকায় ২০১৯ সালে পাওয়া নতুন অ্যাম্বুলেন্সটিও পড়ে আছে। এতে ভোগান্তি বেড়েছ দূর দুরান্ত থেকে আসা রোগীদের। আর বাড়তি সুবিধা নিচ্ছে বাইরের প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকের ২১টি পদের মধ্যে ডেন্টাল সার্জনসহ ৬টি পদ শূন্য। ২৯ জন নার্সের মধ্যে ৫ জন ও ল্যাব ইসিজির ২ জনসহ মোট ৬৫টি পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা দিতে বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া সাপের কামড়ে আহতদের চিকিৎসাও হচ্ছে না। সাপে কামড়ালে যে পরামর্শক বা চিকিৎসক থাকা প্রয়োজন ওই পদটিও খালি রয়েছে এই হাসপাতালে। ফলে সাপে কামড়ানো রোগীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, নিয়মিত এ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন প্রায় তিন শতাধিকের বেশি রোগী। হাসপাতালে নিয়মিত রোগী ভর্তি থাকেন প্রায় ৩০ থেকে ৪০ জন। গুরুতর রোগীদের কুমিল্লা বা ঢাকা রেফার করা হলেও অ্যাম্বুলেন্সের অভাবে সময় মতো রোগীদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না। ফলে অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ অন্যান্য শূন্য পদ পূরণ করা জরুরি। এতে সেবার মান বাড়ানো সম্ভব। তবে ইদানীং জ্বর–সর্দি রোগীর সংখ্যা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও আয়াদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নার্সের সঙ্গে কথা হলে বলেন, করোনা মহামারি আসার পর থেকে আমরা বেশির ভাগ সময়ই অতিরিক্ত ডিউটি করছি। রোগীদের তুলনায় নার্সের সংখ্যা কম। কিন্তু সে তুলনায় আমরা বাড়তি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহমদ চিশতী বলেন, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ডাক্তার, নার্স, ড্রাইভার, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ প্রায় ৬৫টি পদ শূন্য রয়েছে। যে হারে প্রতিদিন হাসপাতালের রোগী ভর্তি থাকে, সে তুলনায় সেবা দিতে গিয়ে হিমশিম পড়তে হয় আমাদের। এ সংক্রান্ত বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাবর অবহিত করা আছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১২ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৫ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
১৮ মিনিট আগে