Ajker Patrika

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬৫ পদ শূন্য

প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২: ১৯
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬৫ পদ শূন্য

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ছোট বড় প্রায় ৬৫টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এমনকি ২০১৬ সাল থেকে এ হাসপাতালের অ্যাম্বুলেন্সের ড্রাইভারের পদটিও শূন্য রয়েছে। পাঁচ বছর যাবৎ ড্রাইভার না থাকায় ২০১৯ সালে পাওয়া নতুন অ্যাম্বুলেন্সটিও পড়ে আছে। এতে ভোগান্তি বেড়েছ দূর দুরান্ত থেকে আসা রোগীদের। আর বাড়তি সুবিধা নিচ্ছে বাইরের প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালকেরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকের ২১টি পদের মধ্যে ডেন্টাল সার্জনসহ ৬টি পদ শূন্য। ২৯ জন নার্সের মধ্যে ৫ জন ও ল্যাব ইসিজির ২ জনসহ মোট ৬৫টি পদ শূন্য থাকায় চিকিৎসা সেবা দিতে বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া সাপের কামড়ে আহতদের চিকিৎসাও হচ্ছে না। সাপে কামড়ালে যে পরামর্শক বা চিকিৎসক থাকা প্রয়োজন ওই পদটিও খালি রয়েছে এই হাসপাতালে। ফলে সাপে কামড়ানো রোগীদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে এ এলাকার বাসিন্দাদের। 

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, নিয়মিত এ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন প্রায় তিন শতাধিকের বেশি রোগী। হাসপাতালে নিয়মিত রোগী ভর্তি থাকেন প্রায় ৩০ থেকে ৪০ জন। গুরুতর রোগীদের কুমিল্লা বা ঢাকা রেফার করা হলেও অ্যাম্বুলেন্সের অভাবে সময় মতো রোগীদের হাসপাতালে নেওয়া যাচ্ছে না। ফলে অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ অন্যান্য শূন্য পদ পূরণ করা জরুরি। এতে সেবার মান বাড়ানো সম্ভব। তবে ইদানীং জ্বর–সর্দি রোগীর সংখ্যা বাড়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও আয়াদের। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নার্সের সঙ্গে কথা হলে বলেন, করোনা মহামারি আসার পর থেকে আমরা বেশির ভাগ সময়ই অতিরিক্ত ডিউটি করছি। রোগীদের তুলনায় নার্সের সংখ্যা কম। কিন্তু সে তুলনায় আমরা বাড়তি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। 

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহমদ চিশতী বলেন, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ডাক্তার, নার্স, ড্রাইভার, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ প্রায় ৬৫টি পদ শূন্য রয়েছে। যে হারে প্রতিদিন হাসপাতালের রোগী ভর্তি থাকে, সে তুলনায় সেবা দিতে গিয়ে হিমশিম পড়তে হয় আমাদের। এ সংক্রান্ত বিষয়ে চাঁদপুর সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাবর অবহিত করা আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত