Ajker Patrika

রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২২: ২৫
রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজন মারা গেছে। আজ বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পাহাড় ধসের ঘটনায় নিহতরা হলেন, ওই এলাকার আজিজুর রহমান, তাঁর স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার। 

ঘটনার সত্যতা স্বীকার করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। ওসি বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেছেন। চারজনের মরদেহের উদ্ধার করা হয়েছে।’ 

ফায়ার সার্ভিস রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, ‘রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তাঁরা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এ পাহাড় ধস তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারটি ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে মাটির ঘর নির্মাণ করে বসবাস করছিল। সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড় ধসে তাদের মৃত্যু হয়। নিহত পরিবারটিকে ১ লাখ টাকা সহায়তা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত