চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কবির হোসেন ৩০ বছর আগে কাজের খোঁজে চট্টগ্রামে যান। সেখানে রিকশার গ্যারেজে কাজ করা অবস্থায় ছিনতাইয়ের এক মামলায় গ্রেপ্তার হন। পরে জামিনে থাকার সময় ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হয়। এরপর ১৮ বছর ধরে পলিয়ে ছিলেন তিনি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল (বুধবার) দিবাগত রাতে চট্টগ্রামের খুলশী আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম।
গ্রেপ্তার কবির হোসেন (৪৫) কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের মমতাজ উদ্দিন মিন্টুর ছেলে।
পুলিশ জানায়, ২০০১ সালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের এক মামলায় কবির হোসেন গ্রেপ্তার হয়ে কারাগারে যান। জামিন বের হওয়ার পর ২০০৪ সালে ওই মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয় চট্টগ্রামের বিচারিক আদালত।
এরপর পলাতক হন সাজাপ্রাপ্ত কবির হোসেন। তার গ্রেপ্তারি পরোয়ানাটি চান্দিনা থানায় প্রায় দেড় যুগ পড়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, ওই পলাতক আসামি চট্টগ্রামেই বসবাস করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানাটি ২০০৪ সালেই চান্দিনা থানায় আসে। আসামি এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়েছি।’
কবির হোসেন ৩০ বছর আগে কাজের খোঁজে চট্টগ্রামে যান। সেখানে রিকশার গ্যারেজে কাজ করা অবস্থায় ছিনতাইয়ের এক মামলায় গ্রেপ্তার হন। পরে জামিনে থাকার সময় ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হয়। এরপর ১৮ বছর ধরে পলিয়ে ছিলেন তিনি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল (বুধবার) দিবাগত রাতে চট্টগ্রামের খুলশী আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম।
গ্রেপ্তার কবির হোসেন (৪৫) কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের মমতাজ উদ্দিন মিন্টুর ছেলে।
পুলিশ জানায়, ২০০১ সালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের এক মামলায় কবির হোসেন গ্রেপ্তার হয়ে কারাগারে যান। জামিন বের হওয়ার পর ২০০৪ সালে ওই মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয় চট্টগ্রামের বিচারিক আদালত।
এরপর পলাতক হন সাজাপ্রাপ্ত কবির হোসেন। তার গ্রেপ্তারি পরোয়ানাটি চান্দিনা থানায় প্রায় দেড় যুগ পড়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, ওই পলাতক আসামি চট্টগ্রামেই বসবাস করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানাটি ২০০৪ সালেই চান্দিনা থানায় আসে। আসামি এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়েছি।’
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
১৪ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
২৮ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৩১ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
৩৬ মিনিট আগে