Ajker Patrika

তমব্রু সীমান্তে গুলির শব্দ, ঘুমধুমে আতঙ্ক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৪১
তমব্রু সীমান্তে গুলির শব্দ, ঘুমধুমে আতঙ্ক

তমব্রু সীমান্তে ফাঁকা গুলির শব্দ শোনা যাচ্ছে। আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে কক্সবাজার ৩৪ বিজিবি অধীন তমব্রু বিজিবি ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৩৪-এর বিপরীত তমব্রু রাইট ক্যাম্প থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। 

স্থানীয়রা জানান, গুলির শব্দে ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকাসহ সীমান্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মধ্য ভয়ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। 

সূত্র জানিয়েছে, ঘুমধুম ইউনিয়নের বাসিন্দারা ভয়ে বাইরে কম বের হচ্ছেন। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে যাচ্ছেন না। 

গুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

এর আগের শনিবার সকালে তমব্রু লেফট ক্যাম্প থেকে আরাকান আর্মির ছোড়া ৪ রাউন্ড মাঝারি অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত