Ajker Patrika

চৌদ্দগ্রামে উড়োচিঠি দিয়ে চাঁদা দাবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৩১
চৌদ্দগ্রামে উড়োচিঠি দিয়ে চাঁদা দাবি

চৌদ্দগ্রামের আলকরায় একই গ্রামের চারজনকে ডাকযোগে রেজিস্ট্রিকৃত চিঠি দিয়ে ৩ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের দুজন গত মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। গতকাল বুধবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। 

ভুক্তভোগী ডাঃ আবদুল মমিন পাটোয়ারি থানার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, তাঁর ছেলে মো. হারিছ আহম্মেদ পাটোয়ারি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় পদুয়া পোস্ট অফিসের একজন পোস্টম্যান রেজিস্ট্রিকৃত একটি চিঠি তাঁর হাতে দেন। 

এতে প্রেরকের নাম উল্লেখ করা হয়-‘মো. আওয়াল, ১০৭, এসএসকে রোড ফেনী’ উল্লেখ রয়েছে। খামের ভেতর তিনি হাতের লেখা চিঠি পান। এতে উল্লেখ করা হয়, ‘ডাঃ মমিন তুমি তোমার ছেলে হারিছকে যদি বাঁচাতে চাও, তাহলে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে পশ্চিম পাড়ার স্বপনের দোকানে ব্যাগে করে ৩ লাখ টাকা রেখে আসবে। নয়তো বা তোমার ছেলেকে এই তারিখের পর যেকোনো দিন গুলি করে মারা হবে। অথবা অপহরণ করে ২০ লাখ টাকা আদায় করা হবে।’ এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে আরও বিপদ হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ডাঃ মমিনুল ইসলাম পাটোয়ারি বলেন, ‘আশঙ্কা করছি-একটি চক্র আমি এবং আমার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অপর একজন ভুক্তভোগী রুবি আক্তার। তিনিও এদিন থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি ডায়েরিতে উল্লেখ করেন, তাঁর ছেলে আবদুল মমিন আল মেহেদী (১৮) বর্তমানে ফেনীর মহিপাল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। গত ২৩ জানুয়ারি দুপুর ২টায় উপজেলার পদুয়া পোস্ট অফিসের একজন পোস্টম্যান রেজিস্ট্রি করা একটি চিঠি তাঁকে পৌঁছে দেয়। 

চিঠির ওপরে প্রেরকের নাম উল্লেখ করা হয়-‘মহিম, ফেনী কমার্স কলেজ, ৩০৯ এস এস কে রোড, ফেনী।’

রুবি তাঁর জিডিতে আরও উল্লেখ করেন, খামটি পেয়ে তিনি খুলে ভেতরে হাতের লেখা একটি চিঠি পান। চিঠিতে উল্লেখ করা হয়, ‘রুবি তোমার একমাত্র ছেলেকে বাঁচাতে চাও? যদি চাও তাহলে ৩ লাখ টাকা ভুট্টুর ঘরের পূর্ব পাশের জানালার সানশেডের ওপর রেখে দিও, ২৯ জানুয়ারির মধ্যে। যদি কোনো ধরনের পুলিশ, বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে অবগত করা হয়, তাহলে তোমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে আগুন দেওয়া হবে। চিঠির নিচে লেখা রয়েছে, ইতি কিশোর গ্যাং ফেনী।’ 

ভুক্তভোগী রুবি আক্তার বলেন, ‘আমি এবং আমার ছেলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আছি। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।’ 

এ ছাড়াও একই গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও স্বাধীন নামের দুই ব্যক্তির কাছে একইভাবে চক্রটি চাঁদা দাবি করেছে বলে জানা গেছে।

জিডির তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘ভুক্তভোগী দুজন থানায় সাধারণ ডায়েরি করেছে। স্থানীয় পারিপার্শ্বিক বিরোধ এবং কিশোর গ্যাংয়ের বিষয়টি মাথায় রেখে গুরুত্বসহকারে জিডিগুলো তদন্ত করা হচ্ছে।’ 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মঙ্গলবার রাতে রুবি আক্তার এবং ডাঃ মমিনুল ইসলাম পাটোয়ারির দায়েরকৃত দুটি সাধারণ ডায়েরি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। চিঠিগুলো পার্শ্ববর্তী ফেনীর একটি পোস্ট অফিস থেকে পাঠানো হয় বলে খামে উল্লেখ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত