Ajker Patrika

রোহিঙ্গাদের দেশে ফেরাতে বাংলাদেশ–মিয়ানমারের সাহায্যকারী চীন: রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৮: ৪৭
রোহিঙ্গাদের দেশে ফেরাতে বাংলাদেশ–মিয়ানমারের সাহায্যকারী চীন: রাষ্ট্রদূত

শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরাতে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে সাহায্যকারী দেশ হিসেবে চীন কাজ করছে।’ 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চীনা দূতাবাসের অর্থায়নে চিকিৎসা সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। 

বিশ্ব সম্প্রদায়কে প্রত্যাবাসন ইস্যু নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে ইয়াও ওয়েন বলেন, ‘ইতিমধ্যে মিয়ানমারে গো অ্যান্ড সি ভিজিট অনুষ্ঠিত হয়েছে। পর্যবেক্ষণ শেষে কিছু কিছু রোহিঙ্গা বলছে, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ নেই। কিন্তু তারা তো আর বাংলাদেশে সারা জীবন থেকে যেতে পারবে না। তারা যাতে সহজে ফিরে যেতে পারে সে পথ বের করতে হবে। এ ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে, রোহিঙ্গারা যাতে দ্রুত নিজ দেশে ফিরে যায় সে লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করা।’ 

চিকিৎসা সামগ্রী বিতরণকালে কথা বলছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: আজকের পত্রিকা এর আগে চীনের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংস্থা রেডক্রিসেন্টকে বিভিন্ন সামগ্রী ও কক্সবাজার সদর হাসপাতালে জন্য চিকিৎসা সামগ্রী দেওয়া হয়। এর মধ্যে রয়েছে গর্জন পাতলা কাঠ ৬০০ পিস, গদি ৮০০ পিস, বালিশ ৮০০ পিস, মশারি ৮০০ পিস, কম্বল ৮০০ পিস, বিছানার চাঁদর ৮০০ পিস, রেক্সিন ৪৫ পিস ও আইসিইউ মনিটর চারটি, ইসিজি মেশিন চারটি, ময়নাতদন্ত সেট একটি এবং একটি ইউএসজি মেশিন হস্তান্তর করা হয়। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। 

এ সময় কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত