Ajker Patrika

বাঘায় কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে চুরি

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরি। ছবি: আজকের পত্রিকা
জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাঘায় একটি কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কমিউনিটি ক্লিনিকের দরজার তালা ভেঙে ঢুকে ওজন মাপা মেশিন ১টি, বিপি মেশিন ২টি, ডায়াবেটিস গ্লুকোমিটার ১টি, ওষুধ ১ বক্স (ইনটেক), ইন্টারনেট রাউটার ১টি, ক্যালকুলেটর ১টি, কাঁচি সেট ১টি এবং দুটি আলমারির তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে গেছে।

ক্লিনিকে কর্মরত সিএইচসিপি আবুল হোসেন বলেন, ‘রোববার সকাল ৮টা ৫০ মিনিটে সিসিতে উপস্থিত হয়ে দেখেছি তালা ভাঙা। আমি তাৎক্ষণিক সিসির সভাপতিকে জানাই। সভাপতি নিজে ও স্থানীয় বাসিন্দারা এসে বিষয়টি সরেজমিনে দেখেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রতিনিধি হিসেবে সহকারী স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিনকে পাঠিয়েছিলাম, তিনি সরেজমিনে পরিদর্শন করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত