Ajker Patrika

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সানজিদ রেজা। ছবি: সংগৃহীত
সানজিদ রেজা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম সানজিদ রেজা (১৮)। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে ওই দিন সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সানজিদ রেজা পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিনখাইন এলাকার মো. সেলিম রেজার ছেলে। তিনি চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী সানজিদ রেজা বাসের চাকার নিচে পড়েন। তাঁকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা খালি না থাকায় চিকিৎসকেরা তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন। পরে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সানজিদ রেজা মারা যান।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম আজকের পত্রিকাকে বলেন, গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস সানজিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত