কুবি প্রতিনিধি
কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধাদানকারীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড মোস্তফা কামাল। তিনি কয়েকজনকে মারধরও করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সিকিউরিটি গার্ড মোস্তফা কামালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মামলাটি কিসের, তা নিশ্চিত হওয়া যায়নি। থানা থেকে দেওয়া লিখিত অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় চার মাস আগে তাঁকে বরখাস্ত করেছিল।
গতকাল সোমবার ‘ছাত্র আন্দোলন চত্বর’–এ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে মোস্তফা কামালকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে অভিযুক্ত মোস্তফা কামাল বলেন, ‘আমার জমি বিষয়ক একটা পারিবারিক মামলা আছে। সে কারণেই সাসপেন্ড অবস্থায় আছি। আর সেদিন ভার্সিটির স্টুডেন্টদের যেন কোনো আপত্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্য আমি দাঁড়িয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, ‘মোস্তফা কামাল আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া সিকিউরিটি গার্ড। তাঁর বরখাস্ত হওয়ার বিষয়টি সত্য। একটি পারিবারিক ঝামেলার কারণে মামলায় বিষয়টি হয়েছে। গতকাল তাঁর কার্যক্রমের ব্যাপারে জানা ছিল না। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানা ছিল না। কেউ অভিযোগ করলে আমরা দেখব।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে ফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।
কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধাদানকারীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড মোস্তফা কামাল। তিনি কয়েকজনকে মারধরও করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সিকিউরিটি গার্ড মোস্তফা কামালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মামলাটি কিসের, তা নিশ্চিত হওয়া যায়নি। থানা থেকে দেওয়া লিখিত অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় চার মাস আগে তাঁকে বরখাস্ত করেছিল।
গতকাল সোমবার ‘ছাত্র আন্দোলন চত্বর’–এ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে মোস্তফা কামালকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে অভিযুক্ত মোস্তফা কামাল বলেন, ‘আমার জমি বিষয়ক একটা পারিবারিক মামলা আছে। সে কারণেই সাসপেন্ড অবস্থায় আছি। আর সেদিন ভার্সিটির স্টুডেন্টদের যেন কোনো আপত্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্য আমি দাঁড়িয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, ‘মোস্তফা কামাল আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া সিকিউরিটি গার্ড। তাঁর বরখাস্ত হওয়ার বিষয়টি সত্য। একটি পারিবারিক ঝামেলার কারণে মামলায় বিষয়টি হয়েছে। গতকাল তাঁর কার্যক্রমের ব্যাপারে জানা ছিল না। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানা ছিল না। কেউ অভিযোগ করলে আমরা দেখব।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে ফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে