Ajker Patrika

নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৬: ১০
নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কক্সবাজারের উখিয়ায় ফাতেমা খাতুন (২৩) নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার থাইংখালীর জামতলী এলাকার হাফেজ নুরুল আলমের ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

ফাতেমা খাতুন জামালপুরের ভারুয়াখালী ঘোড়াধাপ এলাকার আলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে। তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এমএসএফের উনচিপ্রাং হাসপাতালে কর্মরত ছিলেন। 

ফাতেমা টাঙ্গাইলের গাঁড়াইল জেলার জোরদিগির পূর্বপাড়া পুলমালীজালার নান্নু মিয়ার ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালকে হেফাজতে নিয়েছে পুলিশ। বিল্লালও এমএসএফ হাসপাতালে নার্সিং পোস্টে জামতলী অস্থায়ী ক্যাম্পে চাকরি করেন। 

স্থানীয়রা জানান, বিল্লাল ও ফাতেমা দম্পতি জামতলী হাফেজ নুরুল আলমের বাসায় ভাড়া থাকতেন। গতকাল রাত সাড়ে ১২টায় বিল্লাল বাসায় এলে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঘটনার মূল কারণ কী, তা এখনো জানা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত