মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
চলছে বৈশাখ। আর কদিন পর শুরু হবে মধু মাস জ্যৈষ্ঠ। মধু মাসে রসাল ফলের কদর সব জায়গায় বেশি। পাহাড়ি ফল হলে তো কথাই নেই! পাহাড়ে চাষ হচ্ছে কাঁঠাল। সুমিষ্ট পাহাড়ি এ কাঁঠাল সমতলেও রয়েছে চাহিদা।
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় আম, লিচুর পাশাপাশি কাঁঠাল উৎপাদন কম নয়। বিশেষ করে জেলার মানিকছড়ি, গুইমারা, রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি উপজেলায় কাঁঠাল উৎপাদনে রেকর্ড রয়েছে। আর এসব উপজেলায় উৎপাদিত কাঁঠাল বেচাকেনার জমজমাট হাট দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ির তিনটহরী ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে।
কাঁঠালের মৌসুম আসার আগেই এখানকার স্থানীয় পাইকারেরা আগেভাগে বাগান কিনে পরিচর্চা করেন। গাছের ৫০ থেকে ৬০ শতাংশ ফল পরিপক্ব হওয়ামাত্রই বেশি দামের আশায় বাজারে কাঁঠাল বেচা শুরু করেন। উল্লেখিত বাজারগুলোতে বর্তমান সময়ে দৈনিক গড়ে ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যাচ্ছে।
মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. বাবলু মিয়া বলেন, মাটিরাঙ্গা উপজেলার আট ইউনিয়নে প্রচুর পরিমাণ কাঁঠালের চাষ হয়। পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
গুইমারা উপজেলার প্রান্তিক কৃষক মং মং মারমা আজকের পত্রিকাকে বলেন, এই জনপদের লোকজনের কাঁঠাল ও কলা চাষই আয়-রোজগারের উৎস।
এখানকার প্রবীণ সংবাদকর্মী মো. নুরুল আলম বলেন, কাঁঠাল উৎপাদন ও বাজারজাতে গুইমারার ঐতিহ্য রয়েছে। এখানে এখনো দৈনিক ১০-১২ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের কাঁঠাল ব্যবসায়ী মো. আবদুল মতিন বলেন, এই বাজার সমতল এলাকায় হলেও এখানে বসে পাহাড়ি এলাকার রসাল ফলের জমজমাট আসর! পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ৯০-১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
খাগড়াছড়ি জেলার আরেকটি বড় ও গুরুত্বপূর্ণ বাজার তিনটহরী বাজার। এই বাজারে উপজেলার পাশাপাশি লক্ষ্মীছড়ি উপজেলার উৎপাদিত কাঁঠালও বেচাকেনা হয়।
আজ শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে ছয়টি ট্রাকে কাঁঠাল লোড দেওয়া হচ্ছে। এ সময় পাইকার মো. ইউছুফ মিয়া বলেন, ‘বর্তমানে এখানে ৬০ থেকে ৬৫ টাকায় আমরা কাঁঠাল কিনে নিচ্ছি।’
সমতলের বর্তমান কাঁঠালের বাজারদর সম্পর্কে তিনি বলেন, কাঁচা ফলের বাজারের ঠিক নেই। আজ ভালো, কাল কম। তবে এখন গড়ে ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা (অ. দা) ওঙ্কার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পাহাড়ের রসাল ফল সমতলে কদর বেশি। কাঁঠালের মৌসুমে জেলার ৫-৬টি বাজার থেকে প্রতিদিন প্রায় ২০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়। আর এখন ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যায়। তবে এখানকার ফল অনেক সুস্বাদু।
চলছে বৈশাখ। আর কদিন পর শুরু হবে মধু মাস জ্যৈষ্ঠ। মধু মাসে রসাল ফলের কদর সব জায়গায় বেশি। পাহাড়ি ফল হলে তো কথাই নেই! পাহাড়ে চাষ হচ্ছে কাঁঠাল। সুমিষ্ট পাহাড়ি এ কাঁঠাল সমতলেও রয়েছে চাহিদা।
খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় আম, লিচুর পাশাপাশি কাঁঠাল উৎপাদন কম নয়। বিশেষ করে জেলার মানিকছড়ি, গুইমারা, রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি উপজেলায় কাঁঠাল উৎপাদনে রেকর্ড রয়েছে। আর এসব উপজেলায় উৎপাদিত কাঁঠাল বেচাকেনার জমজমাট হাট দীঘিনালা, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ির তিনটহরী ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারে।
কাঁঠালের মৌসুম আসার আগেই এখানকার স্থানীয় পাইকারেরা আগেভাগে বাগান কিনে পরিচর্চা করেন। গাছের ৫০ থেকে ৬০ শতাংশ ফল পরিপক্ব হওয়ামাত্রই বেশি দামের আশায় বাজারে কাঁঠাল বেচা শুরু করেন। উল্লেখিত বাজারগুলোতে বর্তমান সময়ে দৈনিক গড়ে ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যাচ্ছে।
মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী মো. বাবলু মিয়া বলেন, মাটিরাঙ্গা উপজেলার আট ইউনিয়নে প্রচুর পরিমাণ কাঁঠালের চাষ হয়। পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
গুইমারা উপজেলার প্রান্তিক কৃষক মং মং মারমা আজকের পত্রিকাকে বলেন, এই জনপদের লোকজনের কাঁঠাল ও কলা চাষই আয়-রোজগারের উৎস।
এখানকার প্রবীণ সংবাদকর্মী মো. নুরুল আলম বলেন, কাঁঠাল উৎপাদন ও বাজারজাতে গুইমারার ঐতিহ্য রয়েছে। এখানে এখনো দৈনিক ১০-১২ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের কাঁঠাল ব্যবসায়ী মো. আবদুল মতিন বলেন, এই বাজার সমতল এলাকায় হলেও এখানে বসে পাহাড়ি এলাকার রসাল ফলের জমজমাট আসর! পুরো মৌসুমে এখান থেকে দৈনিক ৯০-১০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়।
খাগড়াছড়ি জেলার আরেকটি বড় ও গুরুত্বপূর্ণ বাজার তিনটহরী বাজার। এই বাজারে উপজেলার পাশাপাশি লক্ষ্মীছড়ি উপজেলার উৎপাদিত কাঁঠালও বেচাকেনা হয়।
আজ শুক্রবার সকালে বাজারে গিয়ে দেখা গেছে ছয়টি ট্রাকে কাঁঠাল লোড দেওয়া হচ্ছে। এ সময় পাইকার মো. ইউছুফ মিয়া বলেন, ‘বর্তমানে এখানে ৬০ থেকে ৬৫ টাকায় আমরা কাঁঠাল কিনে নিচ্ছি।’
সমতলের বর্তমান কাঁঠালের বাজারদর সম্পর্কে তিনি বলেন, কাঁচা ফলের বাজারের ঠিক নেই। আজ ভালো, কাল কম। তবে এখন গড়ে ১২০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা (অ. দা) ওঙ্কার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, পাহাড়ের রসাল ফল সমতলে কদর বেশি। কাঁঠালের মৌসুমে জেলার ৫-৬টি বাজার থেকে প্রতিদিন প্রায় ২০০ ট্রাক কাঁঠাল সমতলে যায়। আর এখন ৩০-৩৫ ট্রাক কাঁঠাল সমতলে যায়। তবে এখানকার ফল অনেক সুস্বাদু।
গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রমিক ইদ্রিস আলীর আত্মহত্যার ঘটনায় মণ্ডল গ্রুপের মনট্রিমস কারখানার দুই কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইদ্রিসের মৃত্যুর এক দিন পর গতকাল শনিবার সকালে কারখানা চালু হলে শোক জানিয়েছে কর্তৃপক্ষ।
৫ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের মতাদর্শী কয়েকটি সংগঠন ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তাদের কার্যক্রমে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
৮ মিনিট আগেচার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে। এ নিয়ে পরিবারে উদ্বেগ বাড়ছে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। আজ শনিবার সকাল থেকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার কাবারিপাড়াসহ বিভিন্ন পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা কর
১২ মিনিট আগেছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন আগামীকাল রোববার মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। আজ শনিবার দুপুরে দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেন শিক্ষার্
১৮ মিনিট আগে